Rohit Sharma: অবসরের পরই কি রাজনীতিতে আসছেন? দেবেন্দ্র ফড়নবিশের বাড়িতে রোহিত
Rohit Sharma With Devendra Fandnavis: তবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কিছুদিনের মাথায় এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বাড়িতে দেখা গেল রোহিত শর্মাকে।

মুম্বই: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে থেকে গত বছরই অবসর নিয়েছিলেন। কিছুদিন আগে টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছেন। এবার শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্য়াটেই দেখা যাবে রোহিত শর্মাকে (Rohit Sharma)। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত হয়ত এই ডানহাতি ওপেনারকে দেখা যেত পারে। এই ফর্ম্য়াটেই তিনি এখন শুধুমাত্র দলের অধিনাক। তবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কিছুদিনের মাথায় এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বাড়িতে দেখা গেল রোহিত শর্মাকে। শুধুই কি সৌজন্য সাক্ষাৎ? নাকি রাজনীতিতে পা রাখতে চলেছেন হিটম্য়ান? জল্পনা কিন্তু উসকে দিলেন..
নিজের এক্স হ্যান্ডেলে রোহিতের সঙ্গে ছবি পোস্ট করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সেই ছবিতে দেখা যাচ্ছে যে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করা হচ্ছে রোহিত শর্মা। নিজের পোস্টের ক্যাপশনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী লেখেন, ''ভারতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মাকে আমার সরকারি বাসভবনে 'বর্ষা'-তে স্বাগত। এটা আমার কাছে দারুণ একটা অনুভূতি। ওঁকে স্বাগত জানাতে পেরে আমি ভীষণভাবে আনন্দিত। টেস্ট ক্রিকেট থেকে ও অবসর নিয়েছে। আমি ওকে ওর অবসর জীবনের শুভেচ্ছা জানাচ্ছি। রোহিতের আগামী অধ্যায়ের জন্য সবরকমভাবে সাফল্য কামনা করি আমি।''
View this post on Instagram
তবে টেস্ট থেকে অবসরের পর হঠাৎ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবনে রোহিতের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। রাজনীতিতে হিটম্য়ানের যোগ দেওয়ার জল্পনাও উঠছে। যদিও এই বিষয়ে এখনও দু তরফে কিছুই জানানো হয়নি।
টেস্টে তাঁর পারফরম্য়ান্স নিয়ে প্রবল সমালোচনা হচ্ছিল বিগত কয়েকটি সিরিজ নিয়ে। রোহিত বলেছিলেন, 'আমি তো এইসব নিয়ে ক্লান্ত হয়ে গিয়েছি। এইসব যদি কোনও ক্রিকেটারের ওপর প্রভাব ফেলে, তাহলে তার বাড়িতে বসে থাকাই ভাল। বাড়িতে নিজের খাটে শুয়ে শুয়ে ভাবুক না যে আমি অহেতুক এত সমালোচিত হতে হচ্ছে, আমি এমনভাবে খেলতে পারব না। গোটা বিশ্বই আমার বিপক্ষে। এইসব ভাবলে তো হয়েই গেল।'
তবে খেলোয়াড়দের উপর গোটাটা একেবারেই যে প্রভাব ফেলে না, এমনটাও নয়। 'খেলোয়াড়রা সাধারণত মোটা চামড়ার হয়। তবে এই বিষয় একেবারেই প্রভাব ফেলে না বলব না। কারুর কারুর ওপর এর প্রভাব পড়তে পারে, আবার কারুর ওপর নাও পড়তে পারে। আমার ওপর যেমন এসবের আর কোনও প্রভাবই হয় না। আমি বহুদিন ধরে খেলছি, এসবে আর কিছু হয় না।' বলেন ভারতীয় অধিনায়ক।




















