Rishabh Pant Sister Wedding: পন্থের বোনের বিয়েতে সাক্ষীকে পাশে নিয়ে তু জানেন না গানে মেতে উঠলেন ধোনি
Rishbah Pant: চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরই বোনের বিয়েতে অংশ নিতে সরাসরি মুসৌরিতে এসে গিয়েছিলেন। সেখানেই ব্যবসায়ী অঙ্কিত চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পন্থের বোন সাক্ষী।

নয়াদিল্লি: ঋষভ পন্থের (Rishabh Pant) বোনের বিয়েতে গিয়েছিলেন। সেখানেও তিনিই সবার লাইমলাইটে। তিনি ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক। বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। স্ত্রী সাক্ষী ধোনির সঙ্গে গান গাইতে, নাচতে দেখা গেল বিশ্বজয়ী ভারত অধিনায়ককে। তু জানেন না গানে দেখা গেল গলা মেলাতে ধোনিকে। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ক্লিপ।
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরই বোনের বিয়েতে অংশ নিতে সরাসরি মুসৌরিতে এসে গিয়েছিলেন। সেখানেই ব্যবসায়ী অঙ্কিত চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পন্থের বোন সাক্ষী। পন্থের বোনের বিয়েতে রীতিমত চাঁদের হাঁট ছিল। ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর ও প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নারাও উপস্থিত ছিলেন। ধোনি ও গম্ভীরকে এক ফ্রেমেও দেখতে পাওয়া যায়।
Ms Dhoni & Sakshi Dhoni enjoying Rishabh Pant's sister wedding
— Riseup Pant (@riseup_pant17) March 12, 2025
😍❤️ pic.twitter.com/HjZcJcAZhU
এবারের চ্য়াম্পিয়ন্স ট্রফিতে একটিও ম্য়াচ খেলতে পারেননি পন্থ। কে এল রাহুল উিকেট কিপার ব্যাটার হিসেবে খেলেছেন সব ম্য়াচে। পারফর্মও করেছেন। তার জন্যই পন্থের পক্ষে একটি ম্যাচও খেলা সম্ভব হয়নি।
বিয়ের অনুষ্ঠানে অবশ্য ভাইরাল হয়েছে একটি ছবি । নেটিজেনরা আলোচনা শুরু করে দিয়েছেন, এ তো হুবহু ঋষভ পন্থের মতোই দেখতে!
ছবিটি নবদম্পতির । রয়েছেন ঋষভ পন্থ ও তাঁর মা-ও । পন্থ ও তাঁর মায়ের সঙ্গে সেই ছবিতে দেখা যাচ্ছে তাঁর দিদি ও জামাইবাবুকে । যে ছবিতে পন্থের জামাইবাবুকে হুবহু তাঁর মতোই দেখতে লেগেছে । এক্স হ্যান্ডলে ছবিটি শেয়ার করেন মুফদ্দল ভোরা । সঙ্গে সঙ্গে কমেন্ট বক্স উপচে পড়ে । একজন লেখেন, 'এ তো হারিয়ে যাওয়া পন্থের ভাই ।' আর একজনের মন্তব্য, 'এ তো মনে হচ্ছে পন্থের ভাইয়ের বিয়ে । জামাইবাবু ও শ্যালককে একরকম দেখতে!'
বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী সাক্ষীকে নিয়ে মঙ্গলবার বিকেলে মুসৌরি পৌঁছে গিয়েছিলেন ক্যাপ্টেন কুল ধোনি। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে উপভোগ করেন তিনি। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওটিতে ধোনি, সুরেশ রায়না এবং পন্থকে নাচতে দেখা গিয়েছে । স্ত্রী সাক্ষীর সঙ্গে নাচতে নাচতে গানও গেয়েছেন ধোনি ।




















