(Source: Poll of Polls)
IND vs BAN: লড়াই করলেন মাহমুদুল্লাহ, তাও দুরন্ত বোলিং পারফরম্যান্সে ভর করে বাংলাদেশকে ৬০ রানে হারাল ভারত
India vs Bangladesh: ভারতের হয়ে বল হাতে শিবম দুবে ও অর্শদীপ সিংহ দুইটি করে উইকেট নিয়ে জয়ের পথ সহজ করেন।
নিউ ইয়র্ক: বিরাট কোহলি খেলেননি। তাও বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচ জিততে ভারতীয় দলের (Indian Cricket Team) কোনও সমস্যা হল না। ১৮৩ রান তাড়া করতে নেমে নয় উইকেটের বিনিময়ে ১২২ রানেই থামল বাংলাদেশ (IND vs BAN) ইনিংস। মাহমুদুল্লাহ (Mahmudullah) লড়াকু ৪০ রানের ইনিংস খেললেও, ৬০ রানের বিরাট ব্যবধানে একমাত্র প্রস্তুতি ম্যাচ জিতল টিম ইন্ডিয়া।
১৮৩ রান আজকালকার দিনে খুব একটা বড় লক্ষ্য নয়, যেখানে আইপিএলে অহরহই ২৫০ রান উঠেছে। তবে নিউ ইয়র্কের পিচে ব্যাটিং করা যে একেবারে সহজ নয়, তার প্রমাণ ভারতের ব্যাটিং ইনিংসেই মিলেছিল। বাংলাদেশের ইনিংসেও তেমনটাই দেখা গেল।
এদিন শুরুতেই নতুন বল হাতে ঝড় তোলেন অর্শদীপ সিংহ। নিজের প্রথম দুই ওভারেই সৌম্য সরকার এবং লিটন দাস, বাংলাদেশের দুই ব্যাটিং স্তম্ভকে যথাক্রমে শূন্য ও ছয় রানে সাজঘরের রাস্তা দেখান লিটন দাস। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও খাতা খোলার আগেই মহম্মদ সিরাজের শিকার হন। ১০ রানে তিন উইকেট হারিয়ে বিরাট বিপাকে পড়ে যায় বাংলা টাইগাররা। পাওয়ার প্লের ছয় ওভারে তিন উইকেটের বিনিময়ে মাত্র ২৭ রান তোলে বাংলাদেশ। ওপার বাংলার চাপ আরও বাড়ে অষ্টম ও নবম ওভারে। পরপর দুই ওভারে হৃদয়কে ১৩ রানে ফেরালেন অক্ষর পটেল এবং হার্দিকের বলে ১৭ রানে আউট হন তানজ়িদ হাসান।
অর্ধশতরানের আগেই আধা বাংলাদেশ দল সাজঘরে ফিরে যায়। ইনিংসের মাঝপথে ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৪৬/৫। তবে আধা দল সাজঘরে ফেরার বাংলাদেশের হয়ে বহু যুদ্ধের দুই ঘোড়া মাহমুদুল্লাহ এবং শাকিব আল হাসান দলকে রক্ষা করার চেষ্টা করেন। ষষ্ঠ উইকেটে দুইজনে ৭০ রানের পার্টনারশিপও গড়েন। তবে রানের গতি বাড়তে কেউই তেমনভাবে পারেননি। বিশেষত শাকিব গোটা ইনিংস জুড়েই ১০০-র কম স্ট্রাইক রেটে ব্যাট করেন। তাই জয়ের আশা বহু আগেই ফুরিয়ে গিয়েছিল তাঁদের।
বুমরা শাকিবকে ৩৪ বলে ২৮ রানের ইনিংসে সাজঘরে ফেরানোর পর মাহমুদুল্লাহও বাকিদের সুযোগ দিতে ৪০ রানে ক্রিজ় ছেড়ে দেন। জয় সুনিশ্চিত আগেই ছিল, ইনিংসের শেষ ওভারে বল হাতে নিয়ে দুবের দুই উইকেট নেওয়াটা অনেকটা ইংরেজি ভাষায় 'চেরি অন টপ'র মতো। ১২২ রানেই থামে তাদের লড়াই। দুবে তিন ওভারে ১৩ রানে দুই উইকেট নিয়ে বেশ প্রভাবিত করেন। এবার সরাসরি ৫ তারিখ আয়ারল্যান্ডের বিরদ্ধে বিশ্বকাপের মূলপর্বে নামবে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে জয় থেকে আত্মবিশ্বাস নিয়ে টিম ইন্ডিয়া জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করতে পারবে? আশাবাদী ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অবসরে সিলমোহর, সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন দীনেশ কার্তিক