Mark Wood: গতির সওদাগর, কয়েক মিনিটের ব্যবধানে টেস্টের ইতিহাসের দ্রুততম ওভারের রেকর্ড দু'বার ভাঙলেন উড
ENG vs WI: ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৯৭ মাইল প্রতি ঘণ্টারও একটি বল করেন মার্ক উড।
নটিংহ্যাম: গতির সওদাগর। ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উডের (Mark Wood) জন্য় এই তকমাটা যেন একেবারে অক্ষরে অক্ষরে মিলে যায়। তিনি যে বর্তমান বিশ্বের সম্ভবত সবথেকে জোরে বল করা বোলার, তার প্রমাণ আবারও মিলল শুক্রবার। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কয়েক মিনিটের ব্যবধানে এক নয়, দুই দুইবার টেস্ট ইতিহাসের দ্রুততম ওভারের রেকর্ড ভাঙলেন ৩৪ বছর বয়সি তারকা বোলার।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দিনের শুরুটাই ৯৩.৯ মাইল প্রতি ঘণ্টার এক আগুনে গতির বল দিয়ে করেন উড। ওই ওভারে সর্বোচ্চ ৯৬.১ মাইল প্রতি ঘণ্টার গতিতে বল বেরিয়ে এসে তাঁর হাত থেকে। ওভারে বলের গড় গতি ছিল ৯৪.৮ মাইল প্রতি ঘণ্টা। ২০০৬ সাল থেকে তত্ত্ব নেওয়া শুরু হওয়াক রর থেকে ইংল্যান্ডের মাটিতে কোনও ইংলিশ বোলারের দ্রুততম ওভার। উডের গতি যেন কমছিলই না। পরের ওভারে ৯৪ মাইল প্রতি ঘণ্টার নীচে একটিও বল করেননি উড।
The fastest over by an England bowler at home 𝘀𝗶𝗻𝗰𝗲 𝗿𝗲𝗰𝗼𝗿𝗱𝘀 𝗯𝗲𝗴𝗮𝗻 🤯
— England Cricket (@englandcricket) July 19, 2024
Welcome to the series, Woody 😅🌪️ pic.twitter.com/qsqJv0YDJk
ঠিক তার পরের নিজের ওভারের একটি বল ৯৭ মাইলের অধিক গতিতে করেন উড। দুরন্ত গতির এই বাউন্সারটি মিকাইল লুইস কোনওক্রমে এড়িয়ে যান। এই ওভারের গড় গতি ছিল ৯৫ মাইল প্রতি ঘণ্টা। অর্থাৎ আগের ওভারের থেকেও দ্রুত। দুই ওভার আগেই নিজের গড়া রেকর্ড নিজেই আবারও ভেঙে ফেলেন ইংল্যান্ড ফাস্ট বোলার।
Your chances of facing a 97.1mph Mark Wood bouncer straight at your head are low, but never zero... pic.twitter.com/sQN7TtB4rv
— England Cricket (@englandcricket) July 19, 2024
প্রসঙ্গত, এই ম্যাচে টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ়। অলি পোপের ১২১ ও বেন স্টোকসের ৬৯ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ড ৪১৬ রান তোলে। জবাবে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে ৩৫১ রান। অ্যালিক অ্যাথানেজ়ে ৮২ ও কাভেম হজ ১২০ রানের দুরন্ত ইনিংস খেলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে কাকে কৃতজ্ঞতা জানালেন সূর্যকুমার যাদব?