IND vs BAN 1st ODI: হাড্ডাহাড্ডি ম্যাচে রেকর্ড পার্টনারশিপের সুবাদে ভারতকে হারাল বাংলাদেশ
Bangladesh Cricket Team: বাংলাদেশের হয়ে দশম উইকেটে রেকর্ড ৫১ রান যোগ করে দলকে জয় এনে দেন মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
ঢাকা: হাতে ছিল মাত্র ১৮৬ রানের পুঁজি। তাই নিয়ে চলল অনবদ্য লড়াই। ভারতীয় ব্যাটিংয়ের ব্যর্থতার দিনেও, ভারতীয় বোলারদের অনবদ্য বোলিংয়ের সুবাদে শেষ পর্যন্ত লড়াই করল টিম ইন্ডিয়া (Team India)। তবে শেষমেশ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশই এক উইকেটে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ওয়ান ডে জিতে নিল। ভারতের হয়ে বল হাতে মহম্মদ সিরাজ (Mohammed Siraj), ওয়াশিংটন সুন্দররা অনবদ্য বোলিং করেন। জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ম্যাচেই তিন উইকেট নিয়ে সবাইকে নিজের দক্ষতার প্রমাণ দিলেন কুলদীপ সেন (Kuldeep Sen)।
রেকর্ড পার্টনারশিপ
১৩৬ রানে বাংলাদেশ নবম উইকেট হারালে, একসময় মনে হচ্ছিল ভারত হয়তো ম্যাচ জিতে যাবে। তবে ভারত আর জয়ের মাঝে বাঁধা হয়ে দাঁড়ান বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)। মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে বাংলাদেশের হয়ে দশম উইকেটে রেকর্ড ৫১ রানের পার্টনারশিপ গড়েন সিরাজ। এই পার্টনারশিপে ভর করেই জয় পেল বাংলা টাইগাররা। মিরাজ ৩৮ রানে অপরাজিত থাকেন। অবশ্য ম্যাচে ভারতীয় দল জয়ের বড় সুযোগ পেয়েছিল বটে। ৪২তম ওভারের তৃতীয় বলে সিরাজ পুল শট মারতে গেলেও, ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ না হওয়ায় ক্য়াচ ধরার সুযোগ তৈরি হয়। তবে ভারতীয় উইকেটকিপার কেএল রাহুল বলের কাছে পৌঁছে গেলেও ক্যাচ দস্তানাবদ্ধ করতে পারেননি।
A sensational tenth-wicket partnership has given Bangladesh a win to start off the series 👏
— ICC (@ICC) December 4, 2022
#BANvIND pic.twitter.com/ot9w4r9Tx3
শাকিব-লিটনের পার্টনারশিপ
প্রসঙ্গত, অল্প রানের পুঁজি নিয়ে বল করতে নেমে প্রথম বলেই নাজমুল হোসেন শান্তকে সাজঘরে ফেরত পাঠান দীপক চাহার। তিনে নামা এনামুল হকও ১৪ রানের বেশি করতে পারেননি। তবে তৃতীয় উইকেটে শাকিব আল হাসান ও লিটন দাস ৪৮ রানের পার্টনারশিপ গড়েন। এক দুর্দান্ত ক্যাচ ধরে ২৯ রানে শাকিবকে সাজঘরে ফেরত পাঠান বিরাট কোহলি। লিটন দাসও ৪১ রানে ফেরেন। তবে বাংলাদেশ মিডল অর্ডারের ব্যর্থতায় দল চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত মিরাজের সুবাদেই দুর্ধর্ষ জয় ছিনিয় নিল বাংলাদেশ। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
আরও পড়ুন: বাজপাখির মতো ঝাঁপ দিয়ে দুরন্ত ক্যাচে শাকিবকে ফেরালেন বিরাট, ভাইরাল হল ভিডিও