India Women Cricket Team: ''গত তিন বছরে কোনও উন্নতি হয়নি'',ফের আইসিসি টুর্নামেন্টে হরমনপ্রীতদের ব্যর্থতায় ক্ষুব্ধ মিতালি
Mithali On Indian Crcket Team: কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়। হরমনপ্রীতদের পারফরম্য়ান্সে ক্ষুব্ধ ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন মহিলা ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজ।
মুম্বই: এশিয়া কাপের ফাইনালের শ্রীলঙ্কার বিরুদ্ধে হার। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের (Womens T20 World Cup 2024) গ্রুপ পর্বে দু ম্য়াচ হেরে সেমির দৌড় থেকে ছিটকে যাওয়া। গত কয়েক বছরে বড়বড় টুর্নামেন্টে একের পর এক ব্যর্থতাই সঙ্গী হয়েছে মহিলা ভারতীয় ক্রিকেট দলের। হরমনপ্রীতদের (Harmanpreet Kaur) পারফরম্য়ান্সে ক্ষুব্ধ ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন মহিলা ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজ (Mithali Raj)। তিনি এমনটাও বলছেন যে ভারতীয় মহিলা ক্রিকেট দলের গত তিন বছরে কোনও উন্নতি হয়নি।
হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল এত বছরের ইতিহাসে এই প্রথমবার আইসিসির কোনও টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেও নিউজিল্য়ান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মাশুল দিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মিতালি বলেন, ''আমি যদি অস্ট্রেলিয়া ম্য়াচের কথাই বলি। তবে বলব ওই ম্য়াচ কিন্তু আমাদের জেতার ম্য়াচ ছিল। আমরা ম্য়াচট গভীর পর্যন্ত নিয়ে গেলাম। কিন্তু শেষ পর্যন্ত অল্পের জন্য হেরে যাই। দুবাইয়ের পরিবেশটা মানিয়ে নিতে পারিনি আমরা। এছাড়াও ব্যাটিং ডিপার্টমেন্টে নিজের নিজের দায়িত্ব সম্পর্কে অবগত না হলে এমন পারফরম্য়ান্সই হবে। রিজার্ভ বেঞ্চও পরখ করে দেখা হয়নি। এমনকী খারাপ মানের ফিল্ডিংও টুর্নামেন্টে ভারতের এই হতাশার অন্য়তম কারণ। আমি হলফ করে বলতে পারি গত ২-৩ বছরে এই দলটার কোনও উন্নতি আমার চোখে পড়েনি। বিশ্বের সেরা দলকে হারানোর মানসিকতা তৈরি করতেই হবে। কিন্তু আমরা কিছু নির্দিষ্ট দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েই খুশি হয়ে যাচ্ছি। এটা কখনওই কাম্য নয়।''
মিতালি আরও বলেন, ''আমরা সবসময় আশা করে থাকি যে ওপেনিংয়ে নেমে শেফালি বড় ইনিংস খেলবে। ওপেনিং জুটি আমাদের ভাল পারফর্ম করবে। কিন্তু যদি শেফালি বা স্মৃতিরা ব্যর্থ হয়, তখন মিডল অর্ডারও ভাল পারফর্ম করতে পারছে না। এটাই গত কয়েক বছরে আমাদের দলের হাল। ইনিংসের শেষের দিকে আমরা খেলার রাশ কিছুটা নিজেদের দিকে আনার চেষ্টা করছি। কিন্তু তখন আর সময় থাকছে না। এছাড়া মিডল অর্ডার ভাল খেলতে না পারলে, তা সত্যিই একটা দলের জন্য চিন্তার।''
টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে গিয়েছিলেন দুবাই। এশিয়া কাপেও সেই দায়িত্ব সামলেছিলেন। হরমনপ্রীতের অধিনায়কত্ব খুব কাছ থেকে দেখেছেন। একসঙ্গে দীর্ঘদিন খেলেওছেন দেশের জার্সিতে। মিতালি বলছেন, ''হরমনপ্রীত ভাল নেতৃত্ব দিয়েছে এতগুলো বছর। কিন্তু নির্বাচকরা যদি বদল চান, তবে আমি বলব একজন কমবয়সি কাউকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হোক। এটাই সময়। যদি আরও দেরি করা হয়, তবে আবার সামনে বিশ্বকাপ চলে আসবে। স্মৃতি ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব সামলেছে। কিন্তু আমি বলব জেমিমার কথা। মাত্র ২৪ বছর বয়স ওর। কিন্তু ও অনেক বেশি অ্যাক্টিভ থাকে মাঠে। প্রাণশক্তি ভরপুর থাকে ওর। দলের প্রত্যেক প্লেয়ারের সঙ্গে হেসেখেলে কথা বলে। ওর মাঠে উপস্থিতি আমার খুব ভাল লেগেছে।''