Mohammed Rizwan: শুরুতেই মিশন অস্ট্রেলিয়া, নেতৃত্বের ব্যাটন পেয়েই কী বললেন রিজওয়ান?
PAK vs AUS: বাবর আজমকে সরিয়ে গতকাল রবিবারই অধিনায়ক বেছে নেওয়া হয়েছে ডানহাতি উইকেট কিপার ব্যাটারকে। সাদা পোশাকের ক্রিকেটে অবশ্য অধিনায়ক শান মাসুদই।
করাচি: পাকিস্তানের (Pakistan Cricket Team) সাদা বলের ফর্ম্য়াটে নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন মহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan)। বাবর আজমকে সরিয়ে গতকাল রবিবারই অধিনায়ক বেছে নেওয়া হয়েছে ডানহাতি উইকেট কিপার ব্যাটারকে। আর নেতৃত্ব পাওয়ার পরই রিজওয়ানের প্রথম প্রতিপক্ষ হতে চলেছে শক্তিশালী অস্ট্রেলিয়া। আগামী ৪ নভেম্বর থেকে ক্যাঙ্গারুদের দেশে শুরু ওয়ান ডে সিরিজ। সেই সিরিজ থেকেই পাকিস্তান ক্রিকেটে নতুন নবজাগরণ চাইছেন রিজওয়ান।
দল নিয়ে অস্ট্রেলিয়া সফরে উড়ে যাওয়ার আগে রিজওয়ান তাঁর সতীর্থদের উদ্দেশে বার্তা দিতে চাইছেন। সিরিজে ছয়টি সাদা বলের ফর্ম্য়াটের ম্য়াচ খেলবে ২ দল। তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্য়াচ রয়েছে সিরিজে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ভিডিও বার্তায় রিজওয়ান জানিয়েছেন, ''এই নিয়ে কোনও সন্দেহ নেই যে অস্ট্রেলিয়ার মাটিতে আমরা অনেক কঠিন পরিস্থিতির সম্মুখিন হতে চলেছি। অতীতে সেদেশে আমাদের পারফরম্য়ান্সের দিকে তাকালে বোঝা যাবে কেমন সমস্য়ার মুখে পড়তে হয়েছিল আমাদের। কিন্তু আমি আশাবাদী এবার অন্য কিছু ফল হবে। দেশের মানুষের আবেগের যথাযথ সম্মান দিতে পারব আমরা।''
View this post on Instagram
এদিকে সাদা বলের ফর্ম্য়াটে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছে গ্যারি কার্স্টেন। সোমবার ২৮ অক্টোবরই সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রাক্তন প্রোটিয়া ওপেনার। গত কয়েক মাসে পাকিস্তান ক্রিকেটে অনেক কিছু বদলেছে। পারফরম্য়ান্স তলানিতে থাকায় দল থেকে বাদ দেওয়া হয়েছে বাবর আজম, শাহিন আফ্রিদির মত তারকা অভিজ্ঞ ক্রিকেটারদের। পাকিস্তানও ইংল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতেছে। কিন্তু ওয়ান ডে ফর্ম্যাটে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারে চূড়ান্ত ব্যর্থ হতে হয়েছিল পাকিস্তানকে। এছাড়াও জেসন গিলেসপি থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডে অন্যান্য সদস্যদের সঙ্গে নাকি খুব একটা মধুর সম্পর্ক নেই। আর পাকিস্তান টেস্ট সিরিজ জয়ের পর গিলেসপিকে সাদা বলের ফর্ম্য়াটেও দায়িত্ব নেওয়ার বিষয়ে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপরই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন ২০১১ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ কার্স্টেন। গতকালই পাকিস্তানের সাদা বলের ফর্ম্য়াটে বাবর আজমকে সরিয়ে রিজওয়ানকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। সেই বৈঠকে নাকি ছিলেন না কার্স্টেন।