IND vs ENG: নেই শামি, ঈশান, প্রথমবার ডাক পেলেন জুরেল, ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের দল ঘোষণা করল ভারত
India vs England: ২৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ় খেলতে নামবে টিম ইন্ডিয়া।
মুম্বই: ২৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ় খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ়ের প্রথম দুই ম্যাচের জন্য ভারতীয় দলের (Indian Cricket Team) ঘোষণা করে দিল বিসিসিআই। ১৬ জনের দলে বড় চমক বলতে ধ্রুব জুরেল (Dhruv Jurel)। প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন তরুণ কিপার-ব্যাটার। দলে রয়েছেন বাংলার মুকেশ কুমারও। তবে মহম্মদ শামি দলে নেই। ঈশান কিষাণকে এই দুই টেস্টের দলে রাখা হয়নি।
তিন উইকেট-কিপার ব্যাটার, চার স্পিনার এবং চার ফাস্ট বোলার সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে শ্রেয়সের ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে তিনি সুযোগ পেয়েছেন।
An action-packed Test series coming 🆙
— BCCI (@BCCI) January 12, 2024
Check out #TeamIndia's squad for the first two Tests against England 👌👌#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/vaP4JmVsGP
ঈশান কিষাণ মানসিক স্বাস্থ্যজনিত কারণে আপাতত ক্ষণিকের বিশ্রাম নিয়েছেন। অপরদিকে, মহম্মদ শামির গোড়ালিতে চোট। বিশ্বকাপের পর থেকে শামি খেলতেই পারেননি। তিনি ইংল্যান্ড সিরিজ়ে ফিরবেন বলে পূর্বাভাস দিলেও, প্রথম দুই টেস্টে অন্তত সেটা হচ্ছে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দিনকয়েক আগে শেষ হওয়ার টেস্ট সিরিজ়ে দলে থাকা মোটামুটি সব বোলারই এই সিরিজ়ে রয়েছেন, কেবল বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। অবশ্য তিনি গুজরাতের বিরুদ্ধে রঞ্জির ম্য়াচে পেশিতে চোট পেয়েছেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়।
ইংল্যান্ড সিরিজ়ের জন্য ঘরোয়া পরিবেশে স্পিনাররা মদত পাবেন। সেই কারণেই চারজন স্পিনারকে দলে রাখা হয়েছে। রবীন্দ্র জাডেজা এবং আর অশ্বিন তো রয়েইছেন, পাশাপাশি কুলদীপ যাদব এবং অক্ষর পটেলকেও দলে সুযোগ দেওয়া হয়েছে। মোটামুটি সেট ভারতীয় দলে চমক বলতে ধ্রুব জুরেলই। তরুণ ২২ বছর বয়সি ব্যাটার ভারত 'এ' বনাম দক্ষিণ আফ্রিকা 'এ'-র দ্বিতীয় টেস্ট ম্যাচে ৬৯ রানের ইনিংস খেলেন। মরশুমের প্রথম রঞ্জি ট্রফি ম্য়াচে তাঁর ব্যাট থেকে আসে ৬৩ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে জুরেল ১৫ ম্যাচে ৪৬ গড়ে ৭৯০ রান করেছেন। একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান করার কৃতিত্ব রয়েছে তাঁর। এই দুই টেস্টে রাহুলকেই কিপার-ব্যাটার হিসাবে দেখা যাবে, না জুরেলের ভাগ্যে শিকে ছেঁড়ে সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ২২ গজের কিংবদন্তি, চেখে দেখলেন নলেন গুড়ের রসগোল্লা, কাবাব, বাংলার রসনাতৃপ্তিতে মুগ্ধ লয়েড