Mohammed Shami: ওয়ান ডে টুর্নামেন্টেও খেলবেন শামি, দোসর মুকেশও, কেমন হল বাংলা দল?
Vijay Hazare Trophy: দলের অধিনায়ক করা হয়েছে সুদীপ কুমার ঘরামিকেই। যিনি টি-২০ ফর্ম্যাটেও বাংলার অধিনায়ক ছিলেন। প্রথম ম্যাচে বাংলার প্রতিপক্ষ দিল্লি।
কলকাতা: তাঁর ফিটনেস নিয়ে এখনও সন্তুষ্ট নয় ভারতীয় ক্রিকেট দল। শোনা যাচ্ছে, গোড়ালি সাড়লেও হাঁটুর সমস্যা ভোগাচ্ছে মহম্মদ শামিকে (Mohammed Shami)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় টেস্ট দলে তাঁকে আদৌ দেখা যাবে কি না, তা নিয়ে জোর জল্পনা।
তারই মাঝে ঘরোয়া ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্টেও খেলার সিদ্ধান্ত নিলেন ডানহাতি পেসার। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে বাংলার জার্সিতে দেখা গিয়েছিল শামিকে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও থেমে গিয়েছিল বাংলার দৌড়। এবার ঘরোয়া ক্রিকেটের ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির জন্য নির্বাচিত বাংলা দলেও রাখা হল শামিকে।
তবে শামি একা নন, বাংলার বিজয় হাজারে ট্রফির জন্য নির্বাচিত দলে রয়েছেন মুকেশ কুমারও। ফলে ওয়ান ডে টুর্নামেন্টে বাংলার বোলিং আক্রমণ অনেক শক্তিশালী হল, বলার অপেক্ষা রাখে না।
দলের অধিনায়ক করা হয়েছে সুদীপ কুমার ঘরামিকেই। যিনি টি-২০ ফর্ম্যাটেও বাংলার অধিনায়ক ছিলেন। তবে অনেকে অবাক এটা ভেবে যে, টুর্নামেন্টের জন্য কেন ২০ সদস্যের দল নির্বাচন করা হল। শনিবার যে দল বেছে নেওয়া হয়েছে, সেখানে রয়েছেন রঞ্জি দলের অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। টি-২০ ফর্ম্যাটে খেলেননি অনুষ্টুপ। তবে ওয়ান ডে-তে খেলবেন। যদিও ঋদ্ধিমান সাহা দলে নেই। উইকেটকিপার হিসাবে রাখা হয়েছে অভিষেক পোড়েলকে। ঋদ্ধিমান আগেই জানিয়েছিলেন যে, শুধু রঞ্জি ট্রফিতেই খেলবেন। এবং এবারের রঞ্জি খেলেই তিনি ক্রিকেটকে বিদায় জানাবেন বলেও ঘোষণা করেছেন। দলে ফেরানো হয়েছে সুমন্ত গুপ্তকে। ২ বছর আগে রঞ্জি ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে যিনি দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১ ও ১ রান।
লক্ষ্মীরতম শুক্লর প্রশিক্ষণাধীন দলের প্রথম ম্যাচ ২১ ডিসেম্বর, হায়দরাবাদে। প্রথম ম্যাচে বাংলার প্রতিপক্ষ দিল্লি। বুধবার হায়দরাবাদের উদ্দেশে রওনা হবে বাংলা দল।
আরও পড়ুন: ভক্তদের বাঁচানোর জন্য দৌড়ে এলেন, ম্যাচ হারলেও মন জিতে নিলেন হার্দিক
বাংলার নির্বাচিত দল
সুদীপ কুমার ঘরামি (অধিনায়ক), মহম্মদ শামি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল (উইকেটকিপার), সুদীপ চট্টোপাধ্যায়, করণ লাল, শাকির হাবিব গাঁধী, সুমন্ত গুপ্ত, শুভম চট্টোপাধ্যায়, রণজ্যোৎ সিংহ খইরা, প্রদীপ্ত প্রামাণিক, কৌশিক মাইতি, বিকাশ সিংহ (সিনিয়র), মুকেশ কুমার, সক্ষম চৌধুরী, রোহিত কুমার, মহম্মদ কাইফ, সূরয সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ ও কণিষ্ক শেঠ।
আরও পড়ুন: স্কুলে গিয়েছেন চতুর্থ শ্রেণি পর্যন্ত, গুকেশের জন্য কাজ ছেড়ে দেন বাবা! যেন রূপকথার কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।