Mohammed Shami: ব্যাটে-বলে ফের প্রতিপক্ষের ত্রাস, হার্দিক-ক্রুণালদের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালেও খেলবেন শামি
India vs Australia: শামি কি বঢোদরার বিরুদ্ধে বাংলার কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলবেন? নাকি চলে এল ভারতীয় দলের ডাক, বঙ্গ পেসারকে উড়ে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ায়?
কলকাতা: তিনি বল হাতে যত আগুন ছোটাচ্ছেন, ততই তাঁর অস্ট্রেলিয়ার (India vs Australia) বিমান ধরা নিয়ে আলোচনা বাড়ছে। সোমবার সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির (SMAT) প্রি কোয়ার্টার ফাইনালে শুধু বোলার মহম্মদ শামিই নয়, ব্যাট হাতেও দলের রক্ষাকর্তা হয়ে উঠলেন ডানহাতি পেসার। বল হাতে ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করে এক উইকেট নিলেন। ব্যাটে ম্যাচের মোড় ঘোরানো ১৭ বলে অপরাজিত ৩২ রান।
শামি কি বঢোদরার বিরুদ্ধে বাংলার কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলবেন? নাকি চলে এল ভারতীয় দলের ডাক, বঙ্গ পেসারকে উড়ে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ায়? বর্ডার-গাওস্কর ট্রফিতে যশপ্রীত বুমরার সঙ্গে চাপে থাকা ভারতীয় দলের বোলিং বিভাগের হাল ধরতে?
বুধবার, ১১ ডিসেম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ বাংলার। প্রতিপক্ষ? ক্রুণাল ও হার্দিক পাণ্ড্যর বঢোদরা। যারা চলতি সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে বিশ্বরেকর্ড গড়েছে। টি-২০ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। বাংলা বনাম বঢোদরা ম্যাচও বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেই ম্যাচে শামিকে কি বাংলার জার্সিতে দেখা যাবে?
আরও পড়ুন: উত্তপ্ত আবহেই ফুটবল মাঠে ভারত বনাম বাংলাদেশ, গ্রুপে রয়েছে আর কোন দল?
সমস্ত সংশয় দূর করে দিলেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল। বেঙ্গালুরু থেকে মোবাইল ফোনে এবিপি আনন্দকে সাফ বলে দিলেন, 'কোথায় কী আলোচনা হচ্ছে জানি না। তবে শামি কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলছে। বঢোদরার বিরুদ্ধে ম্যাচেও বাংলার বোলিংকে ও নেতৃত্ব দেবে।'
হার্দিক-ক্রুণাল-ভানু পানিয়াদের থামাতে শামি যে বাংলার সেরা ভরসা হতে চলেছেন, সে ব্যাপারে নিশ্চিত বঙ্গ শিবিরও। যদিও সোমবার রুদ্ধশ্বাস ম্যাচে চণ্ডীগড়কে হারানোর পর লক্ষ্মীরতনের মুখে দলগত সাফল্যের কথা। বললেন, 'কেউ একা নায়ক নয়। সকলে মিলে অবদান রেখেছে। শামি তো ভাল খেলেছেই, সায়ন ঘোষ ডেথে দুর্দান্ত বোলিং করেছে। প্রদীপ্ত ব্যাটে-বলে নজর কেড়েছে। সকলের মিলিত সাফল্যেই এই জয়।'
যদিও চণ্ডীগড়কে হারানোয় উৎসবের আতিশয্যে ভাসছেন না লক্ষ্মী। বলছেন, 'জয়ের পর সকলে খুশি। কিন্তু এখনই উৎসবের কিছু হয়নি। টুর্নামেন্টের অনেক বাকি। ম্যাচ জেতাটা তো ক্রিকেটারদের কাজ। ট্রফি না জেতা পর্যন্ত উৎসব করার কারণ নেই। আপাতত পরের ম্যাচ নিয়ে ভাবছি। নিজেদের প্রস্তুতিতে জোর দিচ্ছি।'
আরও পড়ুন: হারের ধাক্কা, বিশ্রামের ভাবনা বাতিল করে অভিশপ্ত মাঠেই প্র্যাক্টিসে নেমে পড়ছেন রোহিতরা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।