আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
IND vs BAN: প্রথমবার দলের দায়িত্ব নিয়ে ভারতীয় ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়ে কী বললেন বোলিং কোচ মর্কেল?
Morne Morkel: ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সঙ্গে যাননি মর্কেল। তাই বাংলাদেশ সিরিজ় দিয়েই ভারতীয় বোলিং কোচ হিসাবে তাঁর যাত্রা শুরু হচ্ছে।
চেন্নাই: শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় ক্রিকেটে নতুন জমানার সূচনা হয়েছে। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। তবে সেই সফরে মর্নি মর্কেল (Morne Morkel) ছিলেন না। আসন্ন বাংলাদেশ সিরিজ়েই (IND vs BAN) প্রথমবার ভারতীয় দলের বোলিং কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন দক্ষিণ আফ্রিকান প্রাক্তনী। প্রথমবার টিম ইন্ডিয়ার অনুশীলনে যোগ দিয়ে ভারতীয় ক্রিকেটারদের পেশাদারিত্ব বেশ নজর কেড়েছে মর্কেলের।
নিজের নতুন সফরের জন্য মুখিয়ে রয়েছেন মর্কেল। দলের ক্রিকেটারদের সঙ্গে ভাল বোঝাপড়া তৈরি করাটা তাঁর কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। 'ভারতের সঙ্গে এই সফরের জন্য় আমি মুখিয়ে রয়েছি। আমার জন্য দলের সকলের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে তোলাটা খুব জরুরি। ওদের অনেকের বিরুদ্ধেই আমি প্রচুর ক্রিকেট খেলেছি। আইপিএলের দৌলতে ওদের সঙ্গে যোগাযোগও তৈরি হয়েছে। সকলের ভাবনাচিন্তা, ওদের শক্তি, দুর্বলতা বোঝাটা আমার লক্ষ্য। ওরা যেমনভাবে নিজেদের প্রস্তুত করে তা দেখে সত্যি বলতে আমি স্তম্ভিত। ওদের পেশাদারিত্ব আমায় মুগ্ধ করেছে।' বিসিসিআইয়ের পোস্ট করা এক ভিডিওতে মর্নি মর্কেলকে বলতে শোনা যায়।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় জিতলেও ভারতীয় দল ওয়ান ডেতে মুখ থুবড়ে পড়ে। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে শুধু জয় আর জয় টিম ইন্ডিয়ার থেকে এটাই প্রত্যাশা সমর্থকদের। সেই প্রত্যাশার চাপ যে সবসময়ই থাকবে, তা কিন্তু মর্কেল ভালভাবেই জানান। প্রোটিয়া প্রাক্তনী বলেন, 'আমি জানি জয়ের প্রত্যাশা সবসময়ই থাকবে এবং সৌভাগ্যবশত নিজের কেরিয়ারেও আমি এই চাপ নিয়ে খেলায় এই বিষয়ে অবগত। আমি তাই সেই বিষয়ে নিজের অভিজ্ঞতাটা ভাগ করে নিতে পারব। এই দলে অভিজ্ঞ অনেক ক্রিকেটার থাকাটা আমার জন্য বেশ লাভদায়ক। তাদের পাশে থাকাটা আমাদের কাজ। ওদের বেশ কিছু না, খুঁটিনাটি বিষয় বললেই বাকিটা ওরা তো নিজেই করে ফেলে। তাই সেটা যাতে বজায় থাকে এবং এই গোটা বিষয়টা ভবিষ্যতে যাতে আরও ভালভাবে এগোয়, সেটা সুনিশ্চিত করাই আমার লক্ষ্য।'
ভারতীয় দল চেন্নাইয়েই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামবে। দ্বিতীয় টেস্ট কানপুরে। বাংলাদেশ সদ্যই পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে এসেছে। তাই নিঃসন্দেহে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে শাকিব আল হাসান, লিটন দাস, নাহিদ রানারা। তাই মর্কেল এবং ভারতীয় দলের সামনে যে একটা চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: বিশেষ নজরে কোহলি, অশ্বিন, চিপকে ভারতের রেকর্ড কেমন?
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement