MS Dhoni: গুলাবি শরারা গানে নাচ ধোনির, আইপিএলের আগে খোশমেজাজে ক্যাপ্টেন কুল, দেখুন ভিডিও
IPL Mega Auction : হৃষিকেষে বেড়াতে গিয়েছেন ধোনি। সেখানেই ঠুমক ঠুমক যব হিট যায় তু পাহাড়ি বতু মা... গানের তালে নাচতে দেখা গেল ধোনিকে।
হৃষিকেষ: জনপ্রিয় গানে তিনি নাচছেন। সঙ্গে স্ত্রী। খোশমেজাজে দেখা গেল ক্যাপ্টেন কুলকে।
গুলাবি শরারা। গাড়োয়ালের জনপ্রিয় গান। যে গানের তালে কোমর দোলাচ্ছে আট থেকে আশি। ঠুমক ঠুমক যব হিট যায় তু পাহাড়ি বতু মা... সব আনন্দ অনুষ্ঠানেই শোনা যাচ্ছে সুপারহিট এই গান। এবার সেই গানেই চুটিয়ে নাচলেন মহেন্দ্র সিংহ ধোনি। সঙ্গে নাচলেন স্ত্রী সাক্ষী ধোনিও। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আইপিএলের (IPL) নিলাম সদ্য শেষ হয়েছে। শক্তিশালী দল গড়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সৌদি আরবের জেড্ডায় বসেছিল আইপিলের নিলাম। সেদিন ধোনিকে দেখা গিয়েছিল ভিডিও কলে চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলছেন। এমনকী, কলকাতা নাইট রাইডার্সের মেন্টর তথা আইপিএলে ধোনির প্রাক্তন সতীর্থ ডোয়েন ব্র্যাভোর সঙ্গেও ভিডিও কলে কথা বলেন, খুনসুটি করেন ধোনি।
MS Dhoni and Shakshi Dhoni dancing on Garhwali Song at Rishikesh 🕺💃 pic.twitter.com/BRDEr7ZXFL
— Nikhil (@TheCric8Boy) December 3, 2024
হৃষিকেষে বেড়াতে গিয়েছেন ধোনি। সেখানেই ঠুমক ঠুমক যব হিট যায় তু পাহাড়ি বতু মা... গানের তালে নাচতে দেখা গেল ধোনিকে। স্ত্রী সাক্ষীর সঙ্গে চুটিয়ে নাচলেন। স্থানীয় নৃত্যশিল্পীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে গোল হয়ে ঘুরতে ঘুরতে। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ধোনির অচেনা দিক দেখে উচ্ছ্বসিত ভক্তরা।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া ছাড়ো, ভাল মানুষেরা ওর সঙ্গে বসুক, পৃথ্বী শ-র পরিণতি দেখে মন খারাপ পিটারসেনের
আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায় না ধোনিকে। অবসর নিয়েছেন। তবে আইপিএলে তিনি এখনও খেলছেন। তাঁকে এবারও রিটেন করেছে সিএসকে। আনক্যাপড প্লেয়ার হিসাবে। ধোনির জন্যই রিটেনশন নিয়মে বদল এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানানো হয়েছে, পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি, এরকম ক্রিকেটারকে আনক্যাপড হিসাবে ধরা যাবে এবার থেকে। সেই নিয়মেই কম খরচে ধোনিকে। ৪ কোটি টাকায় ধোনিকে রেখে দিয়েছে সিএসকে। তবে চেন্নাইয়ের নেতৃত্বে এখন রুতুরাজ গায়কোয়াড়।
আরও পড়ুন: কোচের স্মৃতিসৌধ উদ্বোধনে ফের মুখোমুখি, অসুস্থ বন্ধুর খোঁজ নিলেন সচিন, কেমন আছেন কাম্বলি?