Sachin Meets Kambli: কোচের স্মৃতিসৌধ উদ্বোধনে ফের মুখোমুখি, অসুস্থ বন্ধুর খোঁজ নিলেন সচিন, কেমন আছেন কাম্বলি?
Ramakant Achrekar: মঙ্গলবারের অনুষ্ঠানে কাম্বলি আগে এসে মঞ্চের এক ধারের আসনে বসেছিলেন। কিছু ক্ষণ পরেই মঞ্চে আসেন সচিন। বন্ধু কাম্বলিকে দেখতে পেয়েই এগিয়ে যান।
মুম্বই: তাঁরা বাল্যবন্ধু। একই কোচের কাছে তাঁদের ক্রিকেট-শিক্ষা। জাতীয় দলে জায়গা করে নেওয়া।
বহুদিন পর ফের দেখা হল দুই বন্ধুর। এবং উপলক্ষ্যও স্পেশ্যাল। তাঁদের কোচ রমাকান্ত আচরেকরের (Ramakant Achrekar) স্মৃতিসৌধের উদ্বোধনে ফের দেখা হয়ে গেল সচিন রমেশ তেন্ডুলকর (Sachin Tendulkar) ও বিনোদ কাম্বলির (Vinod Kambli)।
সচিন-কাম্বলিকে আবার মেলালেন তাঁদের প্রয়াত কোচ রমাকান্ত আচরেকর। তাঁর একটি স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আচরেকরের দুই প্রিয় ছাত্রই। মুম্বইয়ের শিবাজি পার্কে আচরকেকরের প্রশিক্ষণেই যাঁদের ক্রিকেট সফর শুরু হয়েছিল। স্কুল ক্রিকেটে সচিন এবং কাম্বলি ৬৬৪ রানের জুটি গড়ে একসঙ্গে প্রচারের আলোয় এসেছিলেন। পরে দু'জনই জায়গা করে নেন ভারতীয় দলে।
মঙ্গলবারে অনুষ্ঠানে সচিন ও কাম্বলি - দু'জনই এসেছিলেন অনুষ্ঠানে। কিছু দিন আগেই কাম্বলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল । তাতে দেখা গিয়েছিল, ভারতের প্রাক্তন ক্রিকেটার ঠিক মতো হাঁটতে পারছেন না। দেখে তাঁকে অসুস্থ মনে হয়েছিল। পরে তাঁর দুই বন্ধু গিয়ে কাম্বলির সঙ্গে দেখা করে এসে তাঁর শারীরিক অবস্থার আপডেট জানিয়েছিলেন সকলকে। কাম্বলি কর্মহীন ও তাঁর একটি চাকরির প্রয়োজন বলেও জানা গিয়েছিল।
মঙ্গলবারের অনুষ্ঠানে কাম্বলি আগে এসে মঞ্চের এক ধারের আসনে বসেছিলেন। কিছু ক্ষণ পরেই মঞ্চে আসেন সচিন। বন্ধু কাম্বলিকে দেখতে পেয়েই এগিয়ে যান। কাম্বলির হাত ধরে বেশ কিছু ক্ষণ কথা বলেন সচিন। সে সময় দু'নকেই হাসতে দেখা যায়। সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওতে কাম্বলিকে দেখে পুরোপুরি সুস্থ মনে হয়নি। বেশ কিছুক্ষণ সচিনের দিকে শূন্য দৃষ্টিতে চেয়েছিলেন তিনি।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া ছাড়ো, ভাল মানুষেরা ওর সঙ্গে বসুক, পৃথ্বী শ-র পরিণতি দেখে মন খারাপ পিটারসেনের
VIDEO | Indian cricketing legend Sachin Tendulkar (@sachin_rt) met his childhood friend and former Indian cricketer Vinod Kambli at the unveiling ceremony of memorial for legendary cricket coach Ramakant Achrekar in Mumbai. pic.twitter.com/uTgW0MIfax
— Press Trust of India (@PTI_News) December 3, 2024
প্রতিভাবান হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে ধরে রাখতে পারেননি কাম্বলি। হারিয়ে যান। অন্য দিকে নিষ্ঠা ও সংকল্পকে সঙ্গী করে সচিন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর সিরিজ হেরে গেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে ভারত? কী বলছে অঙ্ক?