Murali Vijay: মিলছে না সুযোগ, বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেশ ছাড়ার ইঙ্গিত ভারতীয় তারকার
Indian Cricket Team: ৩৮ বছর বয়সি মুরলি বিজয় ২০১৮ সালে শেষবার ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন।
নয়াদিল্লি: সাম্প্রতিক সময়ে রবিন উথাপ্পা, সুরেশ রায়নাদের মতো বহু প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) থেকে অবসর নিয়ে বিভিন্ন বিদেশি লিগে খেলছেন। সেই পথেই সম্ভবত হাঁটতে চলেছেন আরেক ভারতীয় তারকাও। তিনি মুরলি বিজয় (Murali Vijay)। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের (BCCI) বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিদেশে খেলার সুযোগ খুঁজতে আগ্রহ প্রকাশ করেছেন।
বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ
৩৮ বছর বয়সি মুরলি বিজয় ২০১৮ সালে শেষবার ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। খারাপ ফর্মের ফলে তারপর দল থেকে বাদ পড়েন তারকা ওপেনার। আর জাতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি। তবে এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে আগ্রহী বিজয়। বিসিসিআইয়ের বিরুদ্ধে এক বিস্ফোরক সাক্ষাৎকারে বিজয় বলেন, 'বিসিসিআইয়ের সঙ্গে আমার সম্পর্ক প্রায় শেষ। বিদেশে সুযোগ পাই কি না দেখা যাক। আমার মধ্যে এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার ইচ্ছা রয়েছে।'
এরপরেই বিজয়ের দাবি বয়স ৩০ পার করলেই ভারতে আর তেমন সুযোগ পাওয়া যায় না। 'ভারতে সকলে মনে করেন ৩০ বছরের পর সবশেষ। আমার মনে হয় লোকে আমাদের ৮০ বছর বয়সি মনে করেন। আমার তো মনে হয় ৩০ বছর পার করলেই আমরা নিজেদের সেরা ফর্মে খেলি। আমার মনে হয় এখন আমি নিজের সেরা ফর্মে ব্যাট করতে পারব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আর তেমন সুযোগই পাইনি এবং এর ফলেই আমায় সুযোগের জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা করতে হচ্ছে। আমার সাধ্যের বাইরে তো আমি কিছু করতে পারব না। যা হয়ে গিয়েছে, তা বদলাতেও পারব না।'
আকস্মিক প্রয়াণ
আকস্মিক প্রয়াণ হিমাচলপ্রদেশের তরুণ ফাস্ট বোলার সিদ্ধার্থ শর্মার। চলতি রঞ্জি ট্রফিতে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কিছুদিন আগে বাংলার বিরুদ্ধে খেলতে নেমে ইডেনে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। হিমাচলপ্রদেশ দলের সঙ্গে গুজরাতের বিরুদ্ধে খেলতে সফর করছিলেন। সেই সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত গুজরাতে হাসপাতালে ভর্তি করানো হয় সিদ্ধার্থকে। তবে ঠিক কি হয়েছিল, তা কেউ জানে না।
বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয়েছে তাঁর। বঢোদরা শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছে ভেন্টিলেশনে ছিলেন সিদ্ধার্থ। চলতি রঞ্জি ট্রফিতে ২ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১২ উইকেট নিয়েছিলেন। এছাড়া ২০২১-২২ মরসুম বিজয় হাজারে ট্রফি জয়ী হিমাচলপ্রদেশ দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সিদ্ধার্থ।
আরও পড়ুন: কবে নিচ্ছেন অবসর? উত্তরে জল্পনা বাড়ালেন ওয়ার্নার