AFG vs BAN: সেমিফাইনালে আফগানিস্তানের স্থান পাকা হতেই কামিন্সকে খোঁচা জাদরানের, সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড়
T20 World Cup 2024: অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পারা করে নিয়েছে আফগানিস্তান।
সেন্ট ভিনসেন্ট: বাংলাদেশের বিরুদ্ধে ডাকওয়ার্থ লুইস নিয়মে আট রানের ব্যবধানে জয়, আর তাতেই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে আফগানিস্তান (AFG vs BAN)। আফগানদের জয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ থেকে বিদায় সুনিশ্চিত হয়ে যায়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড় উঠে। নিশানা করা হয় অস্ট্রেলিয়ার টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়ক প্যাট কামিন্সকেও (Pat Cummins)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আইপিএলের মহারণ আয়োজিত হয়েছিল। সেইসময়ই প্যাট কামিন্সকে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বাছাইয়ের জন্য বলা হয়েছিল। কামিন্স জবাব দিয়েছিলেন, 'অবশ্যই অস্ট্রেলিয়া। বাকি তিনজন যে কেউ হতে পারে।' সেই সাক্ষাৎকারে কামিন্সের কথা টেনে এনেই অজ়ি তারকাকে খোঁচা দিয়ে নাজিবুল্লা জাদরান (Najibullah Zadran) নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। পোস্টের শেষে কামিন্সের উত্তরের পরে শুধু যুক্ত হয় কয়েকটা হাসির ইমোজি।
Q :How is the top 4 semi finalist?
— Najib Zadran (@iamnajibzadran) June 25, 2024
A : definitely Australia other 3 you choose
✈️✈️✈️ 🤫🤐 @ACBofficials @patcummins30 @CricketAus
পরপর দুই টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর তাঁদের বিদায় নেওয়ায় যে ভারতীয়রা বেশ খানিকটা স্বস্তি পেয়েছেন, সেটাও কিন্তু একাধিক মিমের মাধ্যমে সহজেই বোঝা যায়।
Australia were counting on Bangladesh in a KO. Its like waiting for a bus at a train station.
— 𝓢𝓮𝓱𝓻𝓲𝓼𝓱 🇵🇰 (@itsmeSehrish) June 25, 2024
Bye Bye Australia👋🏻🤣#AFGvsBAN pic.twitter.com/xNPODtSwuq
— Abhishek (@be_mewadi) June 25, 2024
Afghanistan vs Bangladesh summary. . Aussies .🤣 pic.twitter.com/mlzjLeRmWS
— narsa. (@rathor7_) June 25, 2024
Afghanistan in semifinals
— Pakchikpak Raja Babu (@HaramiParindey) June 25, 2024
Australia out of World Cup
Indian and Afghani fans: pic.twitter.com/ZPXZnJSqYn
From Australia's point of view, the capital of Bangladesh is Dhoka.
— Ramesh Srivats (@rameshsrivats) June 25, 2024
প্যাট কামিন্সকে ট্রোল করে এক ফুড ডেলিভ্যারি অ্যাপের সোশ্যাল মিডিয়ায় থেকেও পোস্ট করা হয়। তবে তাতে অনেকেই অবশ্য ক্ষুব্ধ হয়েছেন। করোনাকালে কামিন্সের ভারতের জন্য দেওয়া অনুদানের কথা মনে করিয়ে দেন অনেকে। আবার অনেকে কামিন্সের সাফল্যের খতিয়ান দিয়েও তাঁর পাশে দাঁড়ান।
Meanwhile , Patrick James Cummins - The Man with golden heart ❤️
— Chinmay Shah (@chinmayshah28) June 25, 2024
🎥 : ig- vinistheticc https://t.co/3XJfeeG6vB pic.twitter.com/dESLdYDoXS
Pat Cummins reply : https://t.co/MWG8z9sXub pic.twitter.com/DfOlhGSl0w
— Swashbuckling ☘️ (@NMP_Tweety) June 25, 2024
"Patrick Cummins suffering from success" https://t.co/EuMHgj3eZp pic.twitter.com/UywkN5PkBn
— హर्षिth (@83off44) June 25, 2024
সমালোচনার মুখে পড়ে সেই ফুড ডেলিভ্যারি অ্যাপ অবশ্য পরে সেই পোস্টটি ডিলিট করে দেয়। মোটের উপর আফগানিস্তানের জয়, অস্ট্রেলিয়ার ছিটকে যাওয়া এবং টি-২০ বিশ্বকাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে যে নেটিজেনরা মজেছেন, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়ে শেষ ওয়ার্নারের আন্তর্জাতিক কেরিয়ার, ডেভিডকে কুর্নিশ পন্টিংয়ের