Shanto on Mayank: 'নেটে এমন বোলারদের আমরা খেলেই থাকি', ময়ঙ্ক যাদবকে নিয়ে বাড়তি ভাবনাচিন্তায় নারাজ শান্ত
Mayank Yadav: নিজের আন্তর্জাতিক অভিষেকেই ২২ বছর বয়সি ময়ঙ্ক চার ওভারে মাত্র ২১ রান খরচ করে মাহমুদুল্লার মূল্যবান উইকেটটি তুলে নেন।
নয়াদিল্লি: অনেকদিন ধরেই তাঁকে জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে দেখার জন্য অপেক্ষা করছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সেই অপেক্ষা শেষ করে বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh) প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। উইকেটও পান। নিজের ১৫০ কিমি গতিবেগের বোলিংয়ের পাশাপাশি নিয়ন্ত্রণেও নজর কাড়েন ময়ঙ্ক। তবে তাঁকে নিয়ে তেমন বিচলিতই নন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)।
প্রথম ম্যাচেই ২২ বছর বয়সি ময়ঙ্ক চার ওভারে মাত্র ২১ রান খরচ করে মাহমুদুল্লার মূল্যবান উইকেটটি তুলে নেন। তবে বাংলাদেশ অধিনায়কের মতে এমন বোলারের বিরুদ্ধে তাঁরা নেটে খেলেই থাকেন। 'নেটে তো আমরা এমন বোলারদের দেখেছি। আমার মনে হয় না আমরা কেউ ময়ঙ্ক যাদবকে নিয়ে খুব বেশি চিন্তিত। তবে হ্যাঁ, ও বেশ ভাল ফাস্ট বোলার।'
শান্ত এর আগেও এমন অনেক মন্তব্যই করেছেন। তবে তার প্রমাণ তাঁদের খেলায় খুব একটা কিন্তু দেখা যায়নি। দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে তো তিনদিনও টিকতে পারেননি শান্তরা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচও একপেশে হয়। প্রথমে ব্যাট করে মাত্র ১২৬ রান বোর্ডে তোলে বাংলাদেশ। জবাবে রেকর্ড ৪৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। তিন ম্যাচের সিরিজ়ে এগিয়ে যান সূর্যকুমার যাদবরা।
আজ ফের একবার ভারতের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। রাজধানী নয়াদিল্লিতে বসবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আসর। সেই ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ়ে সমতায় ফিরতে পারে কি না এখন সেটাই দেখার বিষয়।
অরুণ জেটলি স্টেডিয়ামের মাঠ দেশের অন্য়ান্য বহু স্টেডিয়ামের থেকেই বেশ ছোট। পিচ ব্যাটিং সহায়ক। ফলে ব্যাটাররা সহজেই বড় বড় শট হাঁকাতে পারেন, বল নিয়মিত বাউন্ডারি পার করে। সেই কারণেই তো এবারের এবারের আইপিএলে প্রায়শই বড় বড় স্কোর দেখা গিয়েছে এই মাঠে। ব্যাটিং দলগুলি আইপিএলে ১০ ম্যাচের আটটিতেই দু'শোর গণ্ডি পার করেছে। ভারত-বাংলাদেশ ম্য়াচেও এর অন্যথা হওয়ার কথা নয়। ফলে সমর্থকরা প্রচুর চার, ছক্কা দেখার আশা করতেই পারেন। লড়াইটা হাড্ডাহাড্ডি হয় কি না, সেটাই দেখার বিষয় এখন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভারত সফরের আগেই বড় ধাক্কা, দলের সঙ্গে ভারতে আসছেন না তারকা ক্রিকেটার