Narendra Modi to Olympic Athletes: তৈরি হবে প্রচুর ইতিহাস... আশাবাদী প্রধানমন্ত্রী, অলিম্পিক্সগামী অ্যাথলিটদের সঙ্গে কথা বলে মোদি
Paris Olympics 2024: এ মাসেরই ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে এবারের অলিম্পিক্স। মেগা টুর্নামেন্টের আসর বসবে প্যারিসে।
নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024)। প্যারিসে বসবে মেগা টুর্নামেন্টের আসর। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই ভারতীয় প্রতিনিধিদের কয়েকজন বৃহস্পতিবার, ৪ জুলাই ফ্রান্সের রাজধানীর উদ্দেশে রওনা দিয়ে দিলেন। সেই প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
মোদি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্যারিসগামী ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে কথা বলার কথা জানিয়ে লেখেনে, 'অলিম্পিক্সের উদ্দেশে প্যারিসগামী ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বললাম। আমাদের অ্যাথলিটরা যে নিজেদের সেরাটা দিয়ে দেশের নাম উজ্জ্বল করবে, সেই বিষয়ে আমি আত্মবিশ্বাসী। ওদের জীবনযাত্রা ও সাফল্য দেশের ১৪০ কোটি জনগণকে অনুপ্রেরণা জোগায়।'
A memorable interaction with our contingent for Paris Olympics. Let us all #Cheer4Bharat.https://t.co/64fPsDNuRB
— Narendra Modi (@narendramodi) July 5, 2024
দেশবাসীকে প্য়ারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারীদের উৎসাহ বাড়ানোর জন্য আবেদনও করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি আশাবাদী যে এবারে ভারতের অলিম্পিক্স প্রতিনিধি দল আরও অনেক ইতিহাস গড়বে। 'বন্ধুগণ, আসন্ন প্যারিস অলিম্পিক্সে আমি আশাবাদী যে আপনারা অনেককিছু প্রথমবার দেখতে চলেছেন। শ্যুটিংয়ে আমরা ক্রমশই উন্নতি করছি। টেবিল টেনিসে ভারতীয় পুরুষ ও মহিলা, উভয় দলই ছাড়পত্র পয়েছে। আমাদের মেয়েরা তো শ্যুটিংয়ে শট গানে অংশগ্রহণ করবে। এবার তো আমাদের প্রতিনিধিরা ঘোড়সওয়ারি এবং কুস্তিতেও অংশ নেবেন। এর আগে এমনটা কোনদিনও হয়নি। এর থেকেই বোঝা যায় যে ক্রীড়াক্ষেত্রে এক ভিন্ন ধরনের উদ্দীপনা এবার কাজ করবে।'
প্যারা অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের সাফল্যের কথা স্মরণ করিয়ে দিয়ে মোদি বলেন, 'আমরা বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজেদের সেরা পারফরম্যান্স করেছিলাম। দাবা এবং ব্যাডমিন্টনেও আমাদের ক্রীড়াবিদরা বেশ ভাল পারফর্ম করে সাফল্য এনে দিয়েছেন। তাই গোটা দেশই অলিম্পিক্সেও অ্যাথলিটদের থেকে ভাল পারফরম্যান্সের আশায় রয়েছে।'
ভারতীয় দল ২০২০ টোকিও অলিম্পিক্সে একটি সোনা, দুইটি রুপো এবং চারটি ব্রোঞ্জসহ মোট সাতটি পদক জিতেছিল। সেই পদকসংখ্যা ছাপিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এবারের অলিম্পিক্সে মাঠে নামবে ভারতীয় অ্যাথলিটরা। সেই লক্ষ্যে ভারত সফল হতে পারে কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মায়ানগরীতে স্মরণীয় বাস প্যারেড, বিশ্বজয়ী রোহিত, বিরাটদের দেখে আবেগঘন শাহরুখের বিশেষ বার্তা