NEP vs NED: তিনবার সুপার ওভার, রূদ্ধশ্বাস টি-টোয়েন্টি ম্য়াচে নেপালকে হারাল নেদারল্যান্ডস
NED vs NEP: এরপরই ম্য়াচ সুপার ওভারে যায়। আর সেখানেই পরপর দুটো সুপার ওভারে ম্য়াচ টাই হয়। শেষ পর্যন্ত তৃতীয় সুপার ওভারে ম্য়াচ জিতে যায় নেদারল্যান্ডস।

গ্লাসকো: একবার নয়। দুবার নয়। তিন তিনবার সুপার ওভার শেষ ম্য়াচের ফয়সালা হল। হ্যাঁ, এটাই সত্যি। আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা এর আগে কখনও হয়নি। কিন্তু এবার হল। নেদারল্যান্ডস বনাম নেপাল রূদ্ধশ্বাস ম্য়াচে শেষ হাসি হাসল ডাচ বাহিনী। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ১৫২ রান তুলে নিয়েছিল নেদারল্যান্ডস। জবাবে রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫২ রানই তুলতে পারে নেপাল। এরপরই ম্য়াচ সুপার ওভারে যায়। আর সেখানেই পরপর দুটো সুপার ওভারে ম্য়াচ টাই হয়। শেষ পর্যন্ত তৃতীয় সুপার ওভারে ম্য়াচ জিতে যায় নেদারল্যান্ডস।
স্কটল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ চলছে। সেখানেই নেপালের বিরুদ্ধে ম্য়াচে খেলতে নেমেছিল নেদারল্যান্ডস। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নেপাল অধিনায়ক। নেদারল্য়ান্ডের হয়ে ব্যাট করতে নেমে ১৬ বলে ২০ রানের ইনিংস খেলেন মাইকেল লেভিট। ১টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। ম্য়াক্স ও ডড ১১ বলে ১৯ রান করেন। তেজা নিদামানেরু ৩৫ রানের ইনিংস খেলেন।
নেপাল রান তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত ৪৮ রানের ইনিংস খেলেন। কুশল ভুর্তেল ২৩ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। প্রথম সুপার ওভারে ২০ রান করে নেপাল। রান তাড়া করতে নেমে ২০ রানই বোর্ডে তুলতে পারে নেদারল্য়ান্ডস। দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ডস ব্য়াট করতে নেমে ১৮ রান তোলে বোর্ডে। সেই রানও বোর্ডে তুলে নেয় নেপাল। এরপর তৃতীয় সুপার ওভারে নেপাল প্রথমে ব্যাটিং করতে নেমে কোনও রান বোর্ডে না তুলেই ২ উইকেট হারিয়ে বসে। যে রান নেদারল্য়ান্ডের ব্যাটার একটি ছক্কা হাঁকিয়েই জিতে যায়।
এশিয়া কাপে ভারত-পাক ম্য়াচ হবে?
এশিয়ান ক্রিকেট কাউন্সিল রাজনৈতিক চাপানউতোরের মধ্য়ে কোনওভাবেই যেন টুর্নামেন্টে আয়োজনে কোনও সমস্যা নেই। এই এশিয়া কাপ এবার ভারতে হওয়ার কথা। কিন্তু পহেলগাঁও জঙ্গি হানা ও এরপর ভারত-পাকিস্তানের যুদ্ধকালিন পরিস্থিতির জন্য দু দেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে। পাকিস্তানও ভারতের মাটিতে খেলতে আসবে না। ফলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল নিউট্রাল কোনও ভেন্যুতে খেলা আয়োজন করতে চাইছে। পিসিবি চেয়ারম্য়ান মহসিন নাকভি এই মুহূর্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। বিসিসিআইও এখনও পর্য়ন্ত কোনও অফিশিয়াল বিবৃতি দেয়নি।
এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হওয়ার কথা। আগামী বছর ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এর আগে ২০২৩ এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হয়েছিল হাইব্রিড মডেলে। এবারও হয়ত সেই মডেলেই খেলা হতে পারে।




















