NZ vs PAK: পাকিস্তানেই জন্ম, সেই পাক দলের বিরুদ্ধে নেমেই অভিষেকে রেকর্ডবুকে ২১ বছরের আব্বাস
Mohammad Abbas Dream Debut: আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান হাঁকানোর নজির এতদিন ছিল ভারতের অলরাউন্ডার ক্রুণাল পাণ্ড্যর ঝুলিতে। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নজির গড়েছিলেন।

ওয়েলিংটন: বয়স মাত্র ২১ বছর। আর অভিষেকেই নিউজিল্যান্ড জাতীয় দলের জার্সিতে নিজের আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারের প্রথম অর্ধশতরান হাঁকিয়ে ফেললেন মহম্মদ আব্বাস। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে খেলতে নেমেছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচেই ব্ল্যাক ক্যাপসদের হয়ে ২৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন আব্বাস। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান হাঁকানোর নজির এতদিন ছিল ভারতের অলরাউন্ডার ক্রুণাল পাণ্ড্যর ঝুলিতে। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন বঢোদরার অলরাউন্ডার। কিন্তু ক্রুণালের সেই রেকর্ড এবার ভেঙে দিলেন নবাগত এই মহম্মদ আব্বাস।
আব্বাসের অর্ধশতরানের ইনিংসের সঙ্গে মার্ক চাপম্য়ানের দুরন্ত শতরানের সৌজন্যে প্রথম ওয়ান ডে ম্য়াচে নিউজ্ল্যান্ড বোর্ডে ৩৪৪ রান তুলে নিয়েছিল। যা তাড়া করতে নেমে ২৭১ রানে অল আউট হয়ে যায় পাক শিবির। বাবর আজম ও সলমান আঘার অর্ধশতরানও দলের হার বাঁচাতে পারেনি।
কে এই মহম্মদ আব্বাস?
লাহোরে জন্ম এই মহম্মদ আব্বাসের। ক্রিকেট খেলা পরিবারেই জন্ম। বাবা আজহার আব্বাস পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ৪৫ টি ম্য়াচ খেলেছিলেন। এরপরই নিউজিল্যান্ড পাড়ি জমান গোটা পরিবার নিয়ে। মহম্মদ আব্বাস এখনও পর্যন্ত অকল্যান্ড ও ওয়েলিংটনের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ঝোড়ো অর্ধশতরান আন্তর্জাতিক মঞ্চে সুনাম কুড়িয়ে নিয়েছে।
View this post on Instagram
প্রথম ওয়ান ডে ম্য়াচে ৭৩ রানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ম্য়াচে মার্ক চাপম্য়ান ১১১ বলে ১৩২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান কিউয়ি। প্লেয়ার অফ দ্য ম্য়াচও তিনিই পেয়েছেন। ড্যারেল মিচেল ৭৬ রান করেন।
ধোনির ব্যাটিং অর্ডারে ক্ষুব্ধ ২ প্রাক্তনী
আরসিবির বিরুদ্ধে রান তাড়া করতে নেমে নিজে ৯ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন। ১৬ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসও খেলেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। নিজের সোশ্য়াল মিডিয়ায় পাঠান লিখেছেন, ''আমি কোনওভাবেই ধোনির ৯ নম্বরে ব্য়াটিং করতে আসাকে সমর্থন করতে পারব না। এর ফলে দলের কোনও লাভই হবে না। ওঁর আরও আগে ব্যাটিং করতে আসা উচিৎ ছিল।'' উথাপ্পা লেখেন, ''আরসিবির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা জয়। চিপকে এই জয় ওদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে এই বছর। ধোনির ৯ নম্বরে ব্য়াট করতে নামা কোনও মানে হয় না। দলের জন্য কোনও লাভ হয় নি। ধোনি আরও আগে আসলে নেট রান রেটে আরও খানিকটা উন্নতি করতে পারত সিএসকে।''




















