Kane Williamson: টানা এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন উইলিয়ামসন, কবে নামছেন মাঠে?
Kane Williamson Update: বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার কেন উইলিয়ামসন। এখনও পর্যন্ত নিজের টেস্ট কেরিয়ারে ১০৫ ম্য়াচ খেলেছেন কেন উইলিয়াসমন। কেরিয়ারে ৫৪.৮৮ গড়ে ব্যাটিং করেছেন কেন।

ওয়েলিংটন: প্রায় ১ বছর পর টেস্ট ফর্ম্য়াটে ফিরতে চলেছেন কেন উইলিয়ামসন। আগামী মঙ্গলবার থেকে ক্রাইস্টচার্চে শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই সিরিজের জন্য ঘোষিত কিউয়ি শিবিরে ফিরলেন ডানহাতি কিউয়ি ব্যাটার। চলতি বছরে টেস্ট ফর্ম্য়াটে একমাত্র সিরিজে খেলেছিল নিউজল্যান্ড জিম্বাবোয়ের বিরুদ্ধে। সেই সিরিজে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল কিউয়ি ব্রিগেড।
বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার কেন উইলিয়ামসন। এখনও পর্যন্ত নিজের টেস্ট কেরিয়ারে ১০৫ ম্য়াচ খেলেছেন কেন উইলিয়াসমন। কেরিয়ারে ৫৪.৮৮ গড়ে ব্যাটিং করেছেন কেন। এখনও পর্যন্ত ঝুলিতে ৩৩টি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন। গত ডিসেম্বরে হ্যামিল্টনে নিজের শেষ টেস্ট ইনিংসে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন।
১৯৯৫ সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের মাটিতে কোনও টেস্ট জিততে পারেনি। গত মাসে টি-টোয়েন্টি ও ওয়ান ডে দুটো ফর্ম্য়াটের সিরিজেই হেরে গিয়েছিল ক্যারিবিয়ানরা। উল্লেখ্য়, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে এখনও পর্যন্ত নিউজিল্যান্ড ২২ গজে নামেনি। এই পরিস্থিতিতে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ীরা শুরুটা কেমন করেন, তা দেখার।
কবে মাঠে ফিরছেন হার্দিক?
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব সম্পন্ন করেছেন হার্দিক। তাঁকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বোলিং করার অনুমতি দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে এটি ভারতীয় দলের জন্য একটি ভাল খবর। শোনা যাচ্ছে, হার্দিক এই সিরিজের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত হতে পারেন।
হার্দিক ২০২৫ সালের এশিয়া কাপের সেমিফাইনালে চোট পেয়েছিলেন। সংবাদসংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদন অনুসারে, অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্স (CoE)-এ রিহ্যাব সম্পন্ন করেছেন এবং তাঁকে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে বোলিং করার অনুমতি দেওয়া হয়েছে। পাণ্ড্য ২১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সেন্টার অফ এক্সেলেন্স-এ তাঁর ‘রিটার্ন টু প্লে’ (RTP) প্রোটোকল সম্পন্ন করেছেন। এখন তাঁকে টি-টোয়েন্টিতে প্রতিযোগিতামূলক ক্রিকেট পুনরায় মাঠে নামার জন্য ফিট ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, হার্দিক সেপ্টেম্বর মাসে এশিয়া কাপের সময় বাঁ পায়ের কোয়াড্রিসেপস পেশিতে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন। এই কারণে তিনি অস্ট্রেলিয়া সফর এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজ থেকে বাদ পড়েছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই ইঙ্গিত দিয়েছিল যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁকে শুধুমাত্র টি-টোয়েন্টি আন্তর্জাতিকের জন্য তৈরি রাখা হবে।




















