Kane Williamson: নিউজিল্যান্ড ক্রিকেটের সবচেয়ে স্পেশাল মুহূর্ত কোনটি? কী বলছেন উইলিয়ামসন?
IND vs NZ: মঙ্গলবার সিএট ক্রিকেট রেটিং অ্য়াওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কেন। সেখানেই নিউজিল্যান্ডের গত বছর টেস্ট সিরিজ জয়ের স্মৃতিচারণা করেন তারকা ডানহাতি ব্যাটার।

ওয়েলিংটন: গত বছর টেস্ট সিরিজ খেলতে ভারতে এসেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। ৩ ম্য়াচের সিরিজে রোহিত ব্রিগেডকে হোয়াইটওয়াশ করেছিল। এর আগে ২০২১ মরশুমে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতকে হারিয়েছিল কিউয়ি ব্রিগেড। এই দুটো জয়ই কিউয়ি ক্রিকেটের ইতিহাসে সেরা মুহূর্ত বলে মনে করেন কেন উইলিয়ামসন।
মঙ্গলবার সিএট ক্রিকেট রেটিং অ্য়াওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কেন। সেখানেই নিউজিল্যান্ডের গত বছর টেস্ট সিরিজ জয়ের স্মৃতিচারণা করেন তারকা ডানহাতি ব্যাটার। কেন বলেন, "আমাদের খেলায় সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হল অ্য়াওয়ে ম্য়াচ ও সিরিজ খেলা। সেখানে ভারতের মাটিতে ওদের মত শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামাটা সত্যিই কিছুটা কঠিনই ছিল। কিন্তু আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছিলাম। টম ল্যাথামের নেতৃত্বে কিউয়ি শিবির এখান থেকে সিরিজ জিতে ফিরে এসেছিল। ক্রিকেট খেলা দেশ হিসেবে এটা আমাদের কাছে একটা বড় অ্য়াচিভমেন্ট ছিল।''
কেন উইলিয়ামসনের নেতৃত্বে ২০১৯-২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতেছিল নিউজিল্যান্ড। ভারতকে ফাইনালে হারিয়েই খেতাব জেতে তারা। উইলিয়ামসন বলছেন, ''টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জেতা সত্যিই একটা অসাধারণ অনুভূতি। কিন্তু এই সিরিজ জয়ও অনেকটাই টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জেতার মতই স্পেশাল। ভারতের মাটিতে এতটা অপ্রতিরোধ্যভাবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে পারফর্ম করা সত্যিই মুখের কথা নয়।''
গত বছর সেই টেস্ট সিরিজে কেন উইলিয়ামসন খেলেননি। চোটের জন্য তাঁকে ছাড়াই ভারতে এসেছিল কিউয়ি ব্রিগেড। সম্প্রতি বার্ষিক চুক্তির আওতা থেকেও নিজের নাম সরিয়ে নিয়েছিলেন। ক্রিকেটের পাশাপাশি পরিবারকেও যাতে সময় দিতে পারেন পর্যাপ্তভাবে, তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনই। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে তাঁর, এমনটাই মনে করেন ৩৫ বছরের তারকা ব্যাটার।
কেন বলছেন, "আমি এখনও নিউজিল্যান্ডের হয়ে খেলতে ভালবাসি। এখনও সুযোগ পাওয়াটা আমার কাছে ভাগ্যের ব্যাপার। বেশ কিছুদিন সম্প্রতি ইংল্যান্ডে সময় কাটিয়েছিলাম। এছাড়াও দলও খুব বেশি ক্রিকেট খেলনি সম্প্রতি। দেশের জার্সিতে খেলার সফরটা আমার কাছে দুর্দান্ত। অনেক নতুন প্লেয়ার দলে এসেছে এই সময়ের মধ্য়ে। আমিও নেতৃত্বভার সামলেছি দীর্ঘদিন। বর্তমানে প্লেয়ার হিসেবে খেলছি।''
উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে অন্য়তম সেরা ব্যাটার মনে করা হয় কেন উইলিয়ামসনকে। এখনও পর্যন্ত ১০৩ টেস্টে ৯২০০ রান করেছেন। ৩৩টি সেঞ্চুরি ঝুলিতে পুরেছেন। আধুনিক ক্রিকেটের ফ্যাব ফোরের একজন উইলিয়ামসন।




















