IND vs NZ: ওয়াংখেড়ের ২২ গজ যেন হাতের তালুর মত চেনেন, মুম্বই টেস্টে নতুন রেকর্ড গড়লেন আজাজ
Ajaz Patel Record: ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন কয়েক বছর আগে। এবার ফের একবার প্রতিপক্ষ ছিল ভারত। আর ফের একবার রেকর্ডবুকে নাম তুললেন ভারতীয় বংশোদ্ভূত ৩৬ বছরের এই স্পিনার।
মুম্বই: দুটো ইনিংসেই বল হাতে ম্য়াজিক দেখিয়েছেন। শুধু তাইই নয়। ভারতের শক্তিশালী ব্যাটিং অর্ডারকে রীতিমত প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন তিনি। ওয়াংখেড়ের পিচ দেখলেই যেন ভয়ঙ্কর হয়ে ওঠেন কিউয়ি স্পিনার আজাজ পটেল (Ajaz Patel)। এই ভারতের মাটিতেই ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন কয়েক বছর আগে। এবার ফের একবার প্রতিপক্ষ ছিল ভারত। আর ফের একবার রেকর্ডবুকে নাম তুললেন ভারতীয় বংশোদ্ভূত ৩৬ বছরের এই স্পিনার। একই সঙ্গে রোহিতদের সিরিজে সম্মানরক্ষার জয়ের পথেও অন্তরায় হয়ে দাঁড়ালেন।
রবিবার শেষ হওয়া তিন ম্য়াচের টেস্ট সিরিজে মোট ১৫ উইকেট ঝুলিতে পুরেছেন আজাজ। তার মধ্যে তৃতীয় টেস্টেই তিনি ঝুলিতে পুরেছেন ১১ উইকেট। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নেন। প্রথম ইনিংসে আজাজের শিকার ছিলেন যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সরফরাজ খান, রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে কিউয়ি স্পিনার তুলে নেন শুভমন গিল, বিরাট কােহলি, ঋষভ পন্থ, সরফরাজ খান, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দরের উইকেট। একই সঙ্গে ওয়াংখেড়েতে মোট টেস্ট ক্রিকেটে ২৫ উইকেট নিয়ে ফেলেছেন আজাজ। বিদেশি বোলারদের মধ্যে তিনিই ওয়াংখেড়ের পিচে সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়লেন। আজাজ টপকে গেলেন ইংল্য়ান্ডের কিংবদন্তি বোলার ইয়ান বথামকে। যিনি মুম্বইয়ের পিচে ২২ উইকেট নিয়েছেন নিজের টেস্ট কেরিয়ারে।