![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Tim Southee Retirement: ছক্কার সেঞ্চুরি মিস অল্পের জন্য, কেরিয়ারের শেষ টেস্টে গেলকে ছুঁয়ে নজির সাউদির
NZ vs ENG: হ্যামিল্টনে নিজের কেরিয়ারের শেষ টেস্টে খেলছেন নিউজিল্যান্ডের পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্য়াচেই প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১০ বলে ২৩ রানের ইনিংস খেলেন সাউদি।
![Tim Southee Retirement: ছক্কার সেঞ্চুরি মিস অল্পের জন্য, কেরিয়ারের শেষ টেস্টে গেলকে ছুঁয়ে নজির সাউদির new zealand star pacer tim southee goes level with gayle two away from hundred sixes farewell match Tim Southee Retirement: ছক্কার সেঞ্চুরি মিস অল্পের জন্য, কেরিয়ারের শেষ টেস্টে গেলকে ছুঁয়ে নজির সাউদির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/14/b5a6875a6f22a6cfc9f7c5348ed02de91734174510749206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হ্যামিল্টন: বীরেন্দ্র সহবাগের নেই, সচিন তেন্ডুলকরের নেই, এবি ডিভিলিয়ার্সেরও নেই। বিশ্ব ক্রিকেটে তাবড় তাবড় ব্যাটার, যাঁরা ছক্কা হাঁকানোয় ওস্তাদ, তাঁদেরও নেই। সেই রেকর্ডই এবার দখলে টিম সাউদির (Tim Southee)। টেস্ট ক্রিকেটে একশোর কাছাকাছি ছক্কা হাঁকানোর নজির কিউয়ি পেসারের। হ্যামিল্টনে নিজের কেরিয়ারের শেষ টেস্টে খেলছেন নিউজিল্যান্ডের পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্য়াচেই প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১০ বলে ২৩ রানের ইনিংস খেলেন সাউদি। তিনটি ছক্কাও হাঁকান তিনি। তার সঙ্গে সঙ্গেই সাউদির টেস্ট কেরিয়ারে ছক্কার সংখ্যা এখন ৯৮। যা ক্রিস গেলেরও। ইউনিভার্সাল বসকে ছোঁয়ার সঙ্গে সঙ্গে টেস্ট ক্রিকেটে ছক্কার বিশ্বরেকর্ডও গড়লেন সাউদি।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই টিম সাউদি জানিয়েছিলেন যে ঘরের মাঠেই তিনি অবসর নিতে চলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্য়াচটিও তাই হ্যামিল্টনেই খেলছেন নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচের প্রথম দিনে ব্যাট করতে নেমে দিনের শেষ নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান বোর্ডে তুলে নিয়েছে। তার মধ্যেই লোয়ার অর্ডারে ঝোড়ো ক্যামিও খেলেন সাউদি। কিউয়ি ব্যাটারদের মধ্যে ল্যাথাম ৬৩ ও উইলিয়ামসন ৪৪ রানের ইনিংস খেলেন।
গেল ও সাউদির আগে এই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তিনি তালিকায় সবার ওপরে রয়েছেন ১৩৩টি ছক্কা হাঁকিয়ে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রেন্ডন ম্য়াকালাম। তিনি ১০৭টি ছক্কা হাঁকিয়েছেন। প্রাক্তন অজি উইকেট কিপার ব্যাটার অ্য়াডাম গিলক্রিস্ট ১০০ ছক্কা হাঁকিয়েছিলেন। এরপরই সাউদি ও গেল রয়েছেন তালিকায়।
View this post on Instagram
নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে উইল ইয়ং ৪২ রানের ইনিংস খেলেন। মিচেল স্যান্টনার অর্ধশতরান হাঁকিয়ে অপরাজিত থাকেন। টম ব্লান্ডেল ২১ রানের ইনিংস খেলেন।
সিরাজকে বিদ্রুপ ব্রিসবেনেও
অ্যাডিলেডে সেঞ্চুরিয়ন হেডকে আউট করে বেশ আগ্রাসী মেজাজে তাঁর সাফল্য উদযাপন করেন সিরাজ। হেডকে সেন্ড অফ দেওয়ার সময়ই দুই দলের দুই তারকার উত্তপ্ত বাক্য বিনিময়ও ধরা পড়ে ক্যামেরায়। সেই ঘটনার পরেই অজ়ি সমর্থকদের চক্ষশূল হয়ে ওঠেন সিরাজ। গোটা টেস্ট জুড়েই চলে টিটকিরি। অ্যাডিলেডের পর ব্রিসবেনেও সেই একই ছবি দেখা গেল। দর্শকদের কটাক্ষের ফলে সিরাজের মনসংযোগও খানিকটা ভঙ্গ হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)