IND vs SL: ফের ধাক্কা লঙ্কা শিবিরে! আঙুল ভেঙে ভারতের বিরুদ্ধে সিরিজে থেকে ছিটকে গেলেন থুসারা
Nuwan Thushara Ruled Out: আশা করা হচ্ছে যে দিলশান মাদুশাঙ্কাকে দলে নেওয়া হতে পারে। উল্লেখ্য, থুসারা আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে বল হাতে নজর কেড়েছিলেন।
কলম্বো: পরপর দুদিনে দুটো ধাক্কা। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নামার আগে চাপ আরও বাড়ল শ্রীলঙ্কা শিবিরের। গতকাল দুশমন্ত চামিরা চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। এবার পুরো সিরিজের জন্য ছিটকে গেলেন নুয়ান থুসারা। বাঁহাতের আঙুল ভেঙে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন এই পেসার। লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলাকালীন চোট পেয়েছিলেন চামিরা। আর থুসারা নেটে অনুশীলনের সময় ভেঙে ফেলেন বাঁহাতের আঙুল।
থুসারা যে হাতে বল করেন, সেই হাতে আঘাত পাননি। কিন্তু তবুও ছিটকে গিয়েছেন তিনি। চামিরার বদলি হিসেবে শ্রীলঙ্কা টিম ম্য়ানেজমেন্ট ইতিমধ্যেই আসিথা ফার্নান্ডোকে দলে নেওয়া হয়েছে। তবে থুসারার বদলি এখনও ঘোষণা করা হয়নি কারও নাম। তবে আশা করা হচ্ছে যে দিলশান মাদুশাঙ্কাকে দলে নেওয়া হতে পারে। উল্লেখ্য, থুসারা আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে বল হাতে নজর কেড়েছিলেন।
শ্রীলঙ্কা সফর দিয়ে ভারতীয় দলের হেডকোচ হিসেবে অভিযান শুরু করছেন গৌতম গম্ভীর। কেকেআরের মেন্টর হিসেবে গত আইপিএলে খেতাব জিতিয়েছিলেন। এরপরই গম্ভীর যে কোচের পদের জন্য অন্যতম দাবিদার, তা সবাই জানত। যদিও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ডব্লিউ ভি রমন। কিন্তু গম্ভীরই শেষ পর্যন্ত বাজিমাত করেন। তিনিই কোচ হন। আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। কিন্তু টুর্নামেন্টের পরই তিনি এই ফর্ম্যাটকে বিদায় জানান। বিদায় জানান বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজাও। এবার তাই সূর্যকুমার যাদবের নেতৃত্বে একেবারে তরুণ ভারতীয় দল খেলতে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ।
View this post on Instagram
অন্য়দিকে শ্রীলঙ্কা শিবিরও নতুন কোচের অধীনে খেলতে নামবে। অস্থায়ী কোচ হিসেবে সনৎ জয়সূর্য এই সিরিজে শ্রীলঙ্কা দলের কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন। ভারতীয় শিবিরে রোহিত-বিরাট-জাডেজার অনুপস্থিতির সুযোগ কাজে লাগাতে হবে ছেলেদের , এমনটাই মনে করেন প্রাক্তন লঙ্কা অধিনায়ক। জয়সূর্য বলেছেন, ''রোহিত শর্মা আর বিরাট কোহলি বিশ্বের সেরা ক্রিকেটার। ওদের প্রতিভা আর ক্রিকেট মাঠে কী করেছে আমরা জানি, জাডেজাও তাই। ওদের অনুপস্থিতি ভারতের কাছে বড় ক্ষতি আর আমাদের সেটা কাজে লাগাতে হবে।''