Pakistan Cricket: পাক ক্রিকেটে অস্থিরতা! বিশ্বকাপের মাঝেই প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিলেন ইনজামাম
Inzamam UL Haq: তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠার পরেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন কিংবদন্তি পাকিস্তান ক্রিকেটার।
নয়াদিল্লি: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) পারফরম্যান্স নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। নাগাড়ে চার ম্যাচ হেরে বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার দোরগোড়ায় পাকিস্তান। এমন পরিস্থিতিতে বিতর্কের মুখে পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিলেন ইনজামাম উল হক (Inzamam UL Haq)। তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনার পরেই সোমবার, ৩০ অক্টোবর নিজের পদ থেকে ইস্তফা দেন তিনি।
পাকিস্তান চলতি বিশ্বকাপের শুরুটা ভাল করেই করেছিল। শুরুতে পর পর দুই ম্যাচ জিতেছিলেন বাবর আজমরা। তবে তারপরেই ছন্দপতন। নাগাড়ে চার ম্য়াচ হার। দিনকয়েক আগেই পাকিস্তান বোর্ডের তরফে দলের হতশ্রী পারফরম্যান্সের মাঝেও সমর্থকদের দলের পাশে থাকার অনুরোধ করা হয়েছিল। সেখানেই অধিনায়ক বাবর এবং প্রধান নির্বাচক ইনজামামকে যে দল বাছাই করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল, তা জানানো হয়। নিজের পছন্দের দল বাছাই করলেও, পাকিস্তান ক্রিকেটাররা তাঁদের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে না পারায় প্রশ্ন উঠছিলই। তবে ইনজামামের পদত্যাগের কারণ কিন্তু ভিন্ন।
সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে ইনজামাম নাকি ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড নামক এক কোম্পানির শেয়ারহোল্ডার। এই কোম্পানির মালিক তালহা রহমানি আবার বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদির মতো শীর্ষস্তরের ক্রিকেটারদের এজেন্টও বটে। এই অভিযোগের জেরেই ইনজামাম পদত্যাগ করার প্রায় সঙ্গে সঙ্গেই পাকিস্তান বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় যে পুরো ঘটনার তদন্তের জন্য পাঁচ জনের একটি বোর্ড গঠন করা হয়েছে।
Pakistan Cricket Board (PCB) has set up a five-member fact-finding committee to investigate allegations in respect of conflict of interest reported in the media pertaining to the team selection process.
— PCB Media (@TheRealPCBMedia) October 30, 2023
The committee will submit its report and any recommendations to the PCB…
পিসিবির তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, 'মিডিয়ার তরফে স্বার্থের সংঘাত এবং তার ফলে দল বাছাই প্রক্রিয়া প্রভাবিত হওয়া সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে পাঁচ সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গোটা বিষয়টি তদন্ত করার পর পিসিবিকে একটি রিপোর্ট জমা দেবে এবং কোনও পরামর্শ দিলে সেটাও শোনা হবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভারতের কাছে হারের ধাক্কাতেই কি বেসামাল বিশ্বকাপে পাক অভিযান? কী বলছেন পাকিস্তানের কোচ?