ODI World Cup 2023: আফগানিস্তান ম্যাচে দুরন্ত মাইলফলক স্পর্শ করে কী বললেন কিউয়ি তারকা স্পিনার স্যান্টনার?
NZ vs AFG: আফগানিস্তানের বিরুদ্ধে ৩৯ রানে তিন উইকেট নেন নিউজ়িল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনার।
চেন্নাই: বিশ্বকাপে (ODI World Cup 2023) তড়তড়িয়ে ছুটছে নিউজ়িল্যান্ডের (New Zealand Cricket Team) বিজয়রথ। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে জয় এসেইছিল। চতুর্থ ম্যাচেও আফগানিস্তানের বিরুদ্ধে ১৪৯ রানে জয় পেয়ে বিশ্বকাপের লিগ তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছে কিউয়িরা (NZ vs AFG)। এই ম্যাচেই তিনটি উইকেট নিয়ে এক বিশেষ মাইলফলক স্পর্শ করেন নিউজ়িল্যান্ডের তারকা স্পিনার মিচেল স্যান্টনার (Mitchell Santner)।
ড্যানিয়েল ভেত্তোরির পর মাত্র দ্বিতীয় নিউজ়িল্যান্ড স্পিনার হিসাবে ১০০টি ওয়ান ডে উইকেট নিয়ে নিয়েছেন স্যান্টনার। তবে ভেত্তোরিকে ছুঁতে গেলে তাঁকে যে এখনও অনেকটা পথ পার করতে হবে, সেই বিষয়ে অবগত স্যান্টনার। ম্যাচ শেষে তিনি বলেন, 'এই মাইলফলক স্পর্শ করে তো অবশ্যই ভাল লাগছে। ম্যাচের আগে এই বিষয়ে অবশ্য আমি খুব একটা ভাবনাচিন্তা করছিলাম না। নিজের ভূমিকাটা ঠিকঠাকভাবে পালন করাটাই একমাত্র লক্ষ্য ছিল আমার। যতদূর সম্ভব আরও দুইশো মতো উইকেট নিলে ওকে স্পর্শ করতে পারব। তবে ওই পর্যন্ত পৌঁছনোটা কিন্তু বড় চ্যালেঞ্জ হবে।'
চলতি বিশ্বকাপে সর্বাধিক ১১টি উইকেট নিয়ে ফেলেছেন স্যান্টনার। ভারতের স্পিন সহায়ক পিচে তিনি দুরন্ত পারফর্ম করছেন। তবে স্যান্টনারের মতে ট্রেন্ট বোল্ট এবং ম্যাট হেনরি শুরুতে যেমন দুর্দান্ত বোলিং করে প্রতিপক্ষদের চাপে ফেলছেন, তারই সুফল পাচ্ছেন তিনি। 'নিউজ়িল্যান্ডে তো এই ধরনের উইকেট পাই না। এখানে বল হালকা স্পিন করছে, যেটা দেখেও ভাল লাগছে। তবে আমরা বোলিংটা পার্টনারশিপে করি। শুরুতে বোল্ট এবং হেনরি দুর্দান্ত বোলিং করে রান রেটটা (রিকোয়ার্ড রেট) বাড়িয়ে দিয়েছিল। তাই ওরা বাধ্য হয়েই বড় শট খেলতে গিয়ে আউট হয়েছে। আমরা সকলে মিলে পার্টনারশিপে ভাল বল করছি এবং আজ সৌভাগ্যবশত আমি বেশ কিছু উইকেট পেয়েছি। তবে সিমাররা যেভাবে ম্যাচটা আমাদের জন্য তৈরি করে দিয়েছিল তা বাহবা পাওয়ার যোগ্য।' বলেন কিউয়ি স্পিনার।
চেন্নাইয়ের চিপক কিন্তু স্যান্টনারের কাছে অচেনা নয়। তিনি দীর্ঘদিন ধরে এই ময়দানেই আইপিএলে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। চেনা জানা পিচে যে বোলিংটা করতে সুবিধাই হয়েছে, সেটা মেনে নিচ্ছেন স্যান্টনার। এরপর রবিবার কিউয়িরা টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে। সেই ম্যাচে স্যান্টনার কেমন পারফর্ম করেন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বাংলাদেশ ভাল খেলুক, তবে এই ভারতকে হারানো সত্যিই খুব কঠিন: সৌরভ