ODI World Cup 2023: বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন শামি, সুফল পাচ্ছে তাঁর গ্রাম, সাহসপুরে তৈরি হচ্ছে স্টেডিয়াম, জিম
Mohammed Shami: চলতি বিশ্বকাপে ২৩টি উইকেট নিয়েছেন মহম্মদ শামি, যা টুর্নামেন্টের সর্বোচ্চ।
আমরোহা: বল হাতে চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) আগুন ঝরাচ্ছেন ঘরের ছেলে। এবার তার সুফল পেতে চলেছে তাঁর গ্রাম। মহম্মদ শামি (Mohammed Shami) বাংলার হয়ে ক্রিকেট খেললেও, তিনি আদপে উত্তরপ্রদেশের ছেলে। সেখানেই জন্ম বেড়ে উঠা। উত্তরপ্রদেশে শামির জন্মস্থান আমরোহা (Amroha) জেলাক ছোট্ট গ্রাম সাহসপুর আলিনগর এবার পেতে চলেছে স্টেডিয়াম, জিমের ব্যবস্থা। শুক্রবার, ১৭ নভেম্বর আমোরা জেলাশাসক রাজেশ ত্যাগী এই পরিকল্পনার কথা ঘোষণা করেন।
জেলার প্রশাসকরা আমরোহাতে একটি ছোট স্টেডিয়াম এবং খোলা জিম তৈরির বন্দোবস্ত করার পরিকল্পনা নিয়েছেন। রাজেশ ত্যাগী এই বিযয়ে এএনআইকে জানান, 'মহম্মদ শামির গ্রামে একটি ছোট স্টেডিয়াম এবং খোলা জিম তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।' এই প্রস্তাবকে সকলেই স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রীয় লোক দলের নেতার জয়ন্ত সিংহ ওই গ্রামে খেলাধুলোর জন্য প্রয়োজনীয় স্টেডিয়াম তৈরির উদ্দেশ্যে আর্থিক অনুদানের পক্ষেও সওয়াল করেছেন।
তিনি নিজের সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, 'মহম্মদ শামির গ্রামে খেলাধুলোর জন্য উপযুক্ত পরিকাঠামো গঠনের জন্য আমার এমপির ফান্ড থেকে আমি আর্থিক অনুদান দিতে আগ্রহী।' বিশ্বকাপে বল হাতে ঘরের ছেলের আগুনে পারফরম্যান্সের সুফলই পেতে চলেছে শামির গ্রাম সাহসপুর। এই গ্রামে পরিকাঠামোর অভাব থাকায় করোনাকালে শামি কিন্তু নিজের বাড়িতেই ব্যক্তিগতভাবে অনুশীলনের জন্য বিশেষ বন্দোবস্ত করেছিলেন। সেই কথা তিনি প্রকাশ্যে বলেওছিলেন। এবার তাঁর গ্রামে খেলাধুলোর উপযুক্ত পরিকাঠামো তৈরি হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই বাঁধা দূর হবে বলে আশা করাই যায়।
শামি কিন্তু এবারের বিশ্বকাপে শুরু থেকে ভারতীয় দলের (Indian Cricket Team) একাদশে সুযোগ পাননি। গ্রুপ পর্বের শুরুর দিকের বহু ম্যাচ তিনি খেলেননি। তবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধ ধর্মশালায় মেগা টুর্নামেন্টে প্রথমবার একাদশে জায়গা পেয়েই আগুনে পারফরম্যান্সে পাঁচটি উইকেট নেন তিনি। তারপর আর তারকা ফাস্ট বোলারকে ফিরে তাকাতে হয়নি। সেমিফাইনালে সেই কিউয়িদের বিরুদ্ধেই সাত উইকেট নেন তিনি। ইতিমধ্যেই ২৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি শামিই। ভারতীয় সমর্থকদের মনে তাঁর বোলিং ফের একবার বিশ্বজয়ের আশা জাগাচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: নিজের রাজ্য দলে ব্রাত্য, অশান্ত ব্যক্তিগত জীবন, ২২ গজে হার না মানা এক যোদ্ধা শামি