ODI World Cup 2023: পাকিস্তানকে হারানোর জন্য রশিদকে আর্থিক পুরস্কার দিচ্ছেন রতন টাটা?
Rashid Khan: রশিদ খানকে রতন টাটা ১০ কোটি টাকার আর্থিক পুরস্কার দিতে চলেছেন বলে গণমাধ্যমে প্রচারিত হয়।
মুম্বই: রমরমিয়ে চলছে বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। ইতিমধ্যেই চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি অঘটন ঘটে গিয়েছে। এদের মধ্যে অন্যতম হল পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের (PAK vs AFG) আট উইকেটে জয়। বাবর আজমদের হেলায় হারান রশিদ খানরা। এই জয়ের পরেই নাকি ভারতের প্রসিদ্ধ শিল্পপতি রতন টাটা (Ratan Tata) আফগানিস্তান দলের তারকা ক্রিকেটার রশিদ খানকে (Rashid Khan) আর্থিক পুরস্কার দেবেন বলে খবর প্রচার হয়।
রশদিকে আর্থিক পুরস্কার?
আফগানিস্তানের মহাতারকার জন্য ১০ কোটি টাকা আর্থিক পুরস্কারের কথা রতন টাটা ঘোষণা করেছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছিল। তবে এই খবরটি সরাসরি নাকচ করে দিলেন শিল্পপতি। নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দেন তিনি। রতন টাটা লেখেন, 'আমি আইসিসি বা কোনও ক্রিকেটের সঙ্গে যুক্ত সংস্থাকে কোনও খেলোয়াড়কে পুরস্কার দেওয়ার কোনও কথা বলিনি। আমার ক্রিকেটের সঙ্গে কোনওরকম কোনও সংযোগ নেই। দয়া করে আমার প্রোফাইল থেকে না আসলে এ ধরনের খবরের ক্ষেত্রে কোনও ওয়াটসঅ্যাপ ভিডিও বা ফরোয়ার্ডের উপর বিশ্বাস করবেন না।'
I have made no suggestions to the ICC or any cricket faculty about any cricket member regarding a fine or reward to any players.
— Ratan N. Tata (@RNTata2000) October 30, 2023
I have no connection to cricket whatsoever
Please do not believe WhatsApp forwards and videos of such nature unless they come from my official…
আফগানিস্তানের জয়ের ধারা অব্যাহত
পাকিস্তানকে হারিয়েই কিন্তু থামেনি আফগানিস্তান দল। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধেও দুরন্ত ভঙ্গিমায় জয় পেলেন রশিদ খানরা। ফজলহক ফারুখির চার উইকেটে ভর করে শ্রীলঙ্কাকে ২৪১ রানেই অল আউট করে দেয় আফগানিস্তান। অনেকেই শুরুটা ভাল করলেও, কোনও লঙ্কান ব্যাটারই অর্ধশতরানের গণ্ডি পার করতে পারেননি।
টার্গেট একেবারেই আহামরি ছিল না। সেই টার্গেটে পৌঁছতেও খুব একটা কসরত করতে হল না। শ্রীলঙ্কাকে ২৮ বল বাকি থাকতে সাত উইকেটে হেলায় হারাল আফগানিস্তান। অধিনায়ক হাশমাতুল্লা শাহিদি এবং আজ়মাতুল্লা ওমরজ়াইয়ের অপরাজিত শতরানের পার্টনারশিপে ভর করেই চলতি বিশ্বকাপের তৃতীয় জয় পেলেন আফগানরা। এই জয়ের সুবাদেই তাঁদের বিশ্বকাপের শেষ চারে পৌঁছনোর আশা বজায় রইল। ওমরজ়াই আফগানদের হয়ে সর্বাধিক ৭৩ রানের ইনিংস খেলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: শ্রীলঙ্কা ম্যাচের আগেই ভারতীয় দলের সঙ্গে মুম্বইয়ে যোদ দিচ্ছেন হার্দিক?