ODI World Cup 2023: শ্রীলঙ্কা ম্যাচের আগেই ভারতীয় দলের সঙ্গে মুম্বইয়ে যোগ দিচ্ছেন হার্দিক?
Hardik Pandya: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পান হার্দিক পাণ্ড্য।
মুম্বই: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) ছয়ে ছয় করে ইতিমধ্যেই সেমিফাইনালের উদ্দেশে এক পা বাড়িয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ব্যাটিং, বোলিং, দলের দুই বিভাগেই তারকা ক্রিকেটাররা ভাল পারফর্ম করছেন। তবে এতকিছুর মধ্যেও ভারতীয় দলের চিন্তা বলতে শুধু হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) চোট। তবে শ্রীলঙ্কা ম্যাচের আগেই ভারতীয় শিবিরে সুখবর।
ভারতীয় শিবিরে ফিরছেন হার্দিক?
খবর অনুযায়ী, লঙ্কান বিরুদ্ধে মাঠে নামার আগেই দলের সঙ্গে যোগ দিতে চলেছেন হার্দিক পাণ্ড্য। মুম্বই উড়ে আসছেন তিনি। বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। তারপর থেকে আর ভারতের হয়ে খেলতে পারেননি তিনি। চোটে সারানোর লক্ষ্যে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি কাজ করছিলেন। শোনা যাচ্ছে তাঁর চোট অনেকটাই সেরে উঠেছে এবং তিনি দলের যোগ দিচ্ছেন।
২ নভেম্বর, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দল পড়শি শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এই ম্য়াচে জয় মানে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পাকা। হার্দিক দলে ফিরলে তিনি যে দলকে ভারসাম্য প্রদান করবেন এবং দলের শক্তি আরও বাড়বে, তা বলাই বাহুল্য। তবে এখনও পর্যন্ত হার্দিক লঙ্কান দলের বিরুদ্ধে মাঠে নামবেন কি না, সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এরই মধ্যেই ভারতীয় দল, আজ সোমবার, ৩০ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে মায়ানগরীতে পৌঁছে গিয়েছেন। রোহিতদের মুম্বইয়ে পৌঁছনোর এক ভিডিও ছড়িয়ে পড়েছে চারিদিকে।
ইডেনে 'বিরাট' সেলিব্রেশন
মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছেন শাকিব আল হাসানরা। আর বলে দিচ্ছেন বিশ্বকাপের রঙ লাগেনি ইডেনে? প্রশ্নকর্তাকে ফের পাল্টা বলা হবে, আরে যে মাঠে এখনও ভারতই (Team India) খেলেনি, সেখানে আর কীসের বিশ্বকাপের বোধন? সিএবি-র অন্দরমহল থেকে শুরু করে ময়দানের আনাচ-কানাচে খোঁজ নিন। সর্বত্র এক নির্যাস। কলকাতায় বিশ্বকাপ তো শুরু হচ্ছে ৫ নভেম্বর। সেদিন অপ্রতিরোধ্য ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। পয়মন্ত ইডেনে ফের নামবেন ক্যাপ্টেন রোহিত শর্মা। আর থাকবেন কিংগ কোহলি। ও হো, ভুল লেখা হল। ৫ নভেম্বর কোহলি তো শুধু কিংগ নন, তিনি বার্থ ডে বয়-ও।
আর সেই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে অভিনব সব উদ্যোগ নিচ্ছেন সিএবি কর্তারা। ৫ নভেম্বর ৩৫ বছর পূর্ণ করছেন কোহলি। সেদিন মাঠেই গ্র্যান্ড সেলিব্রেশনের পরিকল্পনা সারা হয়ে গিয়েছে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা, যুগ্মসচিব দেবব্রত দাস-সহ বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার শীর্ষ কর্তাদের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: পাক ক্রিকেটে অস্থিরতা! বিশ্বকাপের মাঝেই প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিলেন ইনজামাম