ODI World Cup 2023:'অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছি', বিশ্বকাপে জনজোয়ারে উচ্ছ্বসিত বিসিসিআই সচিব জয় শাহ
CWC 2023: দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচেই ১০ লক্ষ্য দর্শকের গণ্ডি পার করে ফেলল ক্রিকেট বিশ্বকাপ।
মুম্বই: রমরমিয়ে চলছে বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। একেবারে 'বিজনেস এন্ডে' পৌঁছে গিয়েছে মেগা টুর্নামেন্টের আসর। গ্রুপ পর্বের বাকি আর মাত্র এক ম্যাচ। তারপরেই শুরু হয়ে যাবে নক আউটের মহারণ। তবে তার আগেই এক মিলিয়নের গণ্ডি পার করে ফেলল বিশ্বকাপ। অর্থাৎ ১০ লক্ষ মানুষ মাঠে বসে বিশ্বকাপের মজা উপভোগ করেছেন। শুক্রবার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আফগানিস্তানের ম্যাচেই এই ১০ লক্ষের মাইলস্টোন পার হয়ে যায়।
ভারতে আয়োজিত এই বিশ্বকাপ মাঠে উপস্থিত দর্শকসংখ্যার বিচারে সর্বকালের সর্বোচ্চ হওয়ার দৌড়ে রয়েছে। ১০ লক্ষের গণ্ডি পাক করার জন্য বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah) উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি সমর্থকদের ধন্যবাদও জানান। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমরা এই টুর্নামেন্টটাকে সর্বকালের সর্বসেরা করার লক্ষ্য নিয়ে এগিয়ে ছিলাম এবং আমি খুবই খুশি যে আমরা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছি। আমি আমাদের সমর্থকদের, সকল রাজ্য অ্যাসোসিয়েশন এবং স্টেকহোল্ডার যারা এই টুর্নামেন্টের জন্য প্রচুর পরিশ্রম করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমরা এখন সবথেকে গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রায় পৌঁছে গিয়েছি। আইসিসির সঙ্গে আমরা একত্রিত হয়ে নিজেদের কাজ চালিয়ে যাব, যাতে সকলের জন্য এই টুর্নামেন্টটা স্মরণীয় করে রাখতে পারি। সেরাটা আসা কিন্তু এখনও বাকি রয়েছে।'
Our vision was to make this World Cup the greatest ever and I am truly delighted that we have broken all previous records. My sincere thanks to our devoted fans, the State Associations and every stakeholder who worked tirelessly in the run-up to this mega event. As we now… https://t.co/eYqFZrUrEd
— Jay Shah (@JayShah) November 11, 2023
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারতীয় দল। এরপরে ১৫ নভেম্বর থেকে শুরু হবে মেগা টুর্নামেন্টের সেমিফাইনাল। ওয়াংখেড়ে প্রথম সেমিফাইনাল খেলতে নামবে ভারতীয় দল। ইডেন গার্ডেন্সে ১৬ নভেম্বর আয়োজিত হবে দ্বিতীয় সেমি। ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেতাবি লড়াইয়ে নামবে দুই দল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: সোনালি অধ্যায়ের ইতি! আজই হয়তো ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলছেন এক ঝাঁক তারকা