PAK vs ENG: সোনালি অধ্যায়ের ইতি! আজই হয়তো ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলছেন এক ঝাঁক তারকা
ODI World Cup: বছর চারেক আগেও সীমিত ওভারের ক্রিকেটে ইংল্য়ান্ডের (England Cricket Team) প্রাপ্তির ভাঁড়ার ছিল টিমটিমে লণ্ঠনের মতো। আলোর হদিশ পেতে রেকর্ডবুক খুলে ঘাঁটাঘাঁটি করতে হতো
সন্দীপ সরকার, কলকাতা: বছর চারেক আগেও সীমিত ওভারের ক্রিকেটে ইংল্য়ান্ডের (England Cricket Team) প্রাপ্তির ভাঁড়ার ছিল টিমটিমে লণ্ঠনের মতো। আলোর হদিশ পেতে রেকর্ডবুক খুলে ঘাঁটাঘাঁটি করতে হতো। তবে যদি একটা ১৩ বছরের পুরনো সাফল্য় খুঁজে পাওয়া যায়। তাও টি-টোয়েন্টি ফর্ম্যাটে।
তবে ছবি বদলে যায় ২০১৯ সালে। অইন মর্গ্যানের নেতৃত্ব ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup) জেতে ইংল্যান্ড। প্রথমবারের জন্য ওয়ান ডে ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তার তিন বছরের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নও হয় ইংল্যান্ড। জস বাটলারের নেতৃত্বে। ইংল্যান্ড ক্রিকেটের সোনালি অধ্যায়। অনেকে ইংল্যান্ড দলের সঙ্গে স্পেন ফুটবল দলের তুলনা শুরু করেন। ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে ফুটবল বিশ্বকাপ ও জোড়া ইউরো কাপ জিতেছিল যে স্পেন দল। তিকিতাকা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল গোটা ফুটবল বিশ্ব।
ইংল্যান্ডের সেই দাপটও কি শেষের দিকে? শনিবার ইডেন গার্ডেন্সেই (Eden Gardens) কি ইংরেজ ক্রিকেটের স্বর্ণযুগের তারকাদের শেষ ম্যাচ?
সেরকমই ইঙ্গিত দিলেন দাভিদ মালান। ইংরেজ ক্রিকেটার বলছেন, 'এই দল সত্যিই এরপর হয়তো ভেঙে যাবে। আমি তো দলের বয়ঃজ্যেষ্ঠদের মধ্যে দ্বিতীয়। জানি না ভবিষ্যতে আমার জন্য কী অপেক্ষা করে রয়েছে। সেটা আমার হাতে না দলের হাতে, সেটাও জানা নেই। বিশ্বকাপের পর ভাবনাচিন্তা করে দেখব কী করতে চাইছি। শনিবারের ম্য়াচটাই ইংল্যান্ডের হয়ে আমার শেষ ম্যাচ হতে পারে। আবার নতুন একটা সফরের শুরুও হতে পারে। কে বলতে পারে ভবিষ্যতে কী তোলা রয়েছে? টুর্নামেন্টের শেষে সেটা বুঝতে পারব।'
শুধু মালানই নয়, বিশ্বকাপে এটাই ইংল্যান্ডের জার্সিতে শেষ বিশ্বকাপের ম্যাচ হতে পারে বেন স্টোকস, মঈন আলি, ক্রিস ওকস, মার্ক উড এমনকী, জো রুটেরও। স্টোকস এমনিতেই সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছিলেন। জানিয়েছিলেন, শুধু টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করতে চান। ব্রেন্ডন ম্যাকালামের প্রশিক্ষণে টেস্টে ইংল্যান্ডের বাজ়বল এমনিতেই ক্রিকেটবিশ্বে সাড়া ফেলে দিয়েছে। তবে ভারতের মাটিতে বিশ্বকাপে ভরাডুবির পর স্টোকসের ওয়ান ডে ভবিষ্যতও কার্যত অস্তাচলে।
সোনালি অধ্যায়ের শেষে নতুন প্রজন্মের সূর্যোদয়ের অপেক্ষায় ইংরেজ ক্রিকেট...
আরও পড়ুন: ম্যাক্সওয়েলের ইনিংস দুর্দান্ত, তবে সর্বকালের সেরা মানতে নারাজ সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন