ODI World Cup Semifinal LIVE: ব্যাটে দাপট কোহলি-শ্রেয়সের, বল হাতে ঘাতক শামি, ৭০ রানে নিউজ়িল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত
ODI World Cup 2023, IND Vs NZ: ১২ বছর পর ফের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত।
LIVE

Background
IND vs NZ Live: নিউজ়িল্যান্ডকে ৭০ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল রোহিতের টিম ইন্ডিয়া
৪৮.৫ ওভারে ৩২৭ রানে অল আউট নিউজ়িল্যান্ড। ৭ উইকেট শামির। ৭০ রানে ম্যাচ জিতে ফাইনালে ভারত।
ODI WC Live: ৪৩ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২৯৫/৫
৩৩ বলে ৪১ রান করে বুমরার বলে জাডেজার হাতে ক্যাচ দিয়ে পিরলেন গ্লেন ফিলিপ্স। ৪৩ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২৯৫/৫।
IND vs NZ Live: ৩৯ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২৫৭/৪
৩৯ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২৫৭/৪। ১১৮ রান করে ক্রিজে মিচেল। ১৮ রানে অপরাজিত ফিলিপ্স।
IND vs NZ LIVE Updates: শতরান মিচেলের
সেঞ্চুরি হাঁকালেন ড্যারেল মিচেল। চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতরান হাঁকালেন নিউজিল্যান্ডের ব্য়াটার।
IND vs NZ LIVE Score: শামির সাফল্য
৮৫ বলে অনবদ্য শতরান হাঁকালেন মিচেল। তবে তাঁর শতরান পূরণ করার ঠিক পরের বলেই ৬৯ রানে আউট হলেন কেন উইলিয়ামসন। যে শামি তাঁর ক্যাচ ফেলেছিলেন, সেই শামিই তাঁকে সাজঘরে ফেরত পাঠালেন। অবশেষে ১৮১ রানে থামল তৃতীয় উইকেটের পার্টনারশিপ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
