Ollie Robinson: এক ওভারে ৪৩ রান! লজ্জার ইতিহাসে নাম লেখালেন ইংরেজ পেসার
England Cricket News: বুধবার এই অপ্রীতিকর রেকর্ড হয়েছে কাউন্টি চ্যাম্পিয়নশিপে। হতভাগ্য বোলারের নাম? অলি রবিনসন (Ollie Robinson)।
লন্ডন: এক ওভারে ৪৩ রান! বিশ্ব ক্রিকেটে হইচই পড়ে গিয়েছে যে ঘটনায়।
বুধবার এই অপ্রীতিকর রেকর্ড হয়েছে কাউন্টি চ্যাম্পিয়নশিপে। হতভাগ্য বোলারের নাম? অলি রবিনসন (Ollie Robinson)। ইংল্যান্ডের জাতীয় দলে খেলা পেসারের এক ওভারে উঠেছে ৪৩ রান! প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে যেটা দ্বিতীয় সর্বোচ্চ রানের ওভার। কাউন্টি ক্রিকেটের ইতিহাসে এটা সর্বোচ্চ রানের ওভার।
২০২১ সালে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল রবিনসনের। সেই থেকে ২০টি টেস্ট ম্যাচ খেলেছেন রবিনসন। মোট ৯ বলের ওভার করেছেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন টুয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল সাসেক্স (Sussex) ও লেস্টারশায়ার (Leicestershire)। হোভের ম্যাচে সাসেক্সের হয়ে খেলছিলেন রবিনসন। ৩০ বছরের পেসারের ওভারে মোট ৫টি ছক্কা হয়। যার মধ্যে তিনটি নো বলে। সঙ্গে তিনটি বাউন্ডারি। ব্যাটারের নাম? লেস্টারশায়ারের লুইস কিম্বার। রবিনসন যখন বল করতে এসেছিলেন, কিম্বার ৫৬ বলে ৭২ রানে ব্যাট করছিলেন। ইনিংসের ৫৯তম ওভার। রবিনসন যখন ওভার শেষ করেন, কিম্বার ৬৫ বলে ১০৯ রানে অপরাজিত। অন্য প্রান্তে ব্যাট করছিলেন বেন কক্স। রবিনসনের ১৩তম ওভারে বল প্রতি ওঠে যথাক্রমে ৬, ৬ (নো বল), ৪, ৬, ৪, ৬ (নো বল), ৪, ৬ (নো বল) ও ১।
কোনও ইংরেজ বোলার হিসাবে রবিনসনই এক ওভারে সবচেয়ে বেশি রান খরচ করলেন। ভেঙে গেল প্রাক্তন পেসার অ্যালেক্স টিউডরের (Alex Tudor) রেকর্ড। যিনি এক ওভারে খরচ করেছিলেন ৩৮ রান। ১৯৯৮ সালে সারে বনাম ল্যাঙ্কাশায়ারের যে ম্যাচে যার মধ্যে ৩৪ রান নিয়েছিলেন অ্যান্ড্রু ফ্লিন্টফ।
43 runs is the record for the most runs off an over in County Championship's 134 year history https://t.co/MMHTRMA9F2
— Vitality County Championship (@CountyChamp) June 26, 2024
প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান খরচ করার নজির রয়েছে নিউজ়িল্যান্ডের অফস্পিনার রবার্ট ভান্সের। ১৯৯০ সালে শেল ট্রফিতে ওয়েলিংটন ও ক্যান্টারবেরি ম্যাচে এক ওভারে অবিশ্বাস্যভাবে ৭৭ রান দিয়েছিলেন ভান্স। সেই ওভারে ১৭টি নো বল করেছিলেন তিনি। পরে সেই ভান্স নিউজ়িল্যান্ডের হয়ে চারটি টেস্ট ও আটটি ওয়ান ডে খেলেছিলেন।
আরও পড়ুন: বয়স মাত্র ১১, দু'হাতে বল করে তাক লাগাচ্ছে অরিক্তা, হাওড়ার কিশোরীর চোখে জাতীয় দলের স্বপ্ন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।