Operation Sindoor: আমাদের শক্তি অসীম, দেশের মানুষই আমাদের বর্ম, অপারেশ সিঁদুরের সাফল্যে উচ্ছ্বসিত সচিন
Sachin Tendulkar: অপারেশন সিঁদুরের সাফল্যে আপ্লুত মাস্টার ব্লাস্টার। সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের সবচেয়ে বড় শক্তি হল দেশের জনতা।

মুম্বই: তিনি ক্রিকেট মাঠের কিংবদন্তি। আপাতত ব্যস্ত আইপিএল নিয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মেন্টর তিনি। তবে বুধবার যখন অপারেশন সিঁদুরের সাফল্যে গোটা দেশে স্বস্তি, ভারতীয় সেনার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করলেন সেই সচিন তেন্ডুলকরও।
পহেলগাঁওয়ের হত্যালীলার পর পাকিস্তানকে প্রত্যাঘাত করেছে ভারত। সিঁদুরের বদলা হিসাবে সাফল্যের সঙ্গে সম্পন্ন 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। রাতের অন্ধকারে গর্জাল রাফাল। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। গভীর রাতে ২৫ মিনিটের অপারেশনে জইশ-লস্কর-হিজবুলের ৯ ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ধুলিসাৎ জইশ, লস্কর, হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প। ভারতের প্রত্যাঘাতে এখনও পর্যন্ত ৯০০ জঙ্গির মৃত্যুর অনুমান করা হচ্ছে।
অপারেশন সিঁদুরের সাফল্যে আপ্লুত মাস্টার ব্লাস্টার। সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের সবচেয়ে বড় শক্তি হল দেশের জনতা। ভারতের শক্তি অপরিসীম। একতা অটুট। সচিন নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, 'আমরা একতায় ভয়ডরহীন। শক্তিতে অসীম। ভারতের বর্ম হল দেশের মানুষ। এই বিশ্বে সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই। আমরা একটাই দল। জয় হিন্দ।'
Fearless in unity. Boundless in strength. India’s shield is her people. There’s no room for terrorism in this world. We’re ONE TEAM!
— Sachin Tendulkar (@sachin_rt) May 7, 2025
Jai Hind 🇮🇳#OperationSindoor
পহেলগাঁও কাণ্ডের ১৫দিনের মাথায় ২৬ জনকে হত্যার বদলা নিল ভারত। বাহাওয়ালপুরে ২৫০ জন, মুরিদকে ১২০ জন, মুজাফ্ফরাবাদে ১৩০ জনেরও বেশি জঙ্গি ছিল। ভারতের প্রত্যাঘাতে কোটলিতে ৩০ হিজবুল জঙ্গির মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি। বাহাওয়ালপুরে ধুলিসাৎ হয়েছে মাসুদ আজহারের জইশের সদর দফতর। POK-র মুজাফফরবাদে হিজবুলের হেড কোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত। গোটা অপারেশনের উপর নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হত্যালীলার পর গর্জে উঠেছিল গোটা দেশ। আইপিএলেও সব মাঠে হয়েছিল শোকপালন। কালো আর্মব্যান্ড পরে ম্যাচ খেলেছেন ক্রিকেটারেরা। প্যাট কামিন্স থেকে শুরু করে হার্দিক পাণ্ড্য, দেশ বিদেশের ক্রিকেটারেরা সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছিলেন।
পাকিস্তানকে প্রত্যাঘাতের পরই আমেরিকা-সহ বিভিন্ন দেশের সঙ্গে কথা ভারতের। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ও বিদেশ সচিবের সঙ্গে কথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, জাপানের NSA-র সঙ্গেও কথা বলেছেন ডোভাল। রাশিয়ার NSA-র সঙ্গেও কথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার।




















