Pahalgam Attack: ক্রিকেটকেও ছাড় নয়, কড়া পদক্ষেপ, ভারতে নিষিদ্ধ করা হল পাকিস্তানের ফাস্টবোলারের ইউটিউব চ্যানেল
Shoaib Akhtar: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নাশকতার ঘটনার পর ভারত সরকার সর্বক্ষেত্রে পাকিস্তানকে চাপে ফেলার প্রস্তুতি নিচ্ছে।

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে (Pahalgam Attack) সন্ত্রাসবাদী হামলার পর থেকেই ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করছে। এবার কেন্দ্রীয় সরকার পাকিস্তানের একাধিক ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করল। যে তালিকায় রয়েছে প্রাক্তন ফাস্টবোলার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও।
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নাশকতার ঘটনার পর ভারত সরকার সর্বক্ষেত্রে পাকিস্তানকে চাপে ফেলার প্রস্তুতি নিচ্ছে। তারই অংশ হিসেবে সরকার এই ব্যবস্থা নিয়েছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেল-সহ আরও অনেক ইউটিউব চ্যানেলের উপর ভারত নিষেধাজ্ঞা জারি করেছে।
সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার পর শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে ঢুকতে গেলে একটি বার্তা দেখা যাচ্ছে। এতে বলা হয়েছে, "জাতীয় নিরাপত্তা ও জনসাধারণের নিরাপত্তা সংক্রান্ত সরকারের নির্দেশের কারণে এই চ্যানেলটি বর্তমানে এদেশে উপলব্ধ নয়।"
On the recommendations of the Ministry of Home Affairs, the Government of India has banned the 16 Pakistani YouTube channels including Dawn News, Samaa TV, Ary News, Geo News for disseminating provocative and communally sensitive content, false and misleading narratives and… pic.twitter.com/AusR1fCkvN
— ANI (@ANI) April 28, 2025
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সুপারিশে, ভারত সরকার জম্মু-কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসবাদী ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত, তার সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে উস্কানিমূলক ও সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল, মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য এবং ভুল তথ্য ছড়ানোর জন্য ডন নিউজ, সামা টিভি, আর্য নিউজ, জিও নিউজ সহ ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে।
পহেলগাঁও হামলার পর কাশ্মীরে সন্ত্রাসদমন অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে জম্মুর ডোডা ও কিশতোয়ার জেলায় জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। প্রায় ডজনখানেক সন্দেহভাজন জঙ্গির বাড়ি রয়েছে এই দুই জেলায়। এই সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে বলে ভারতীয় গোয়েন্দাদের সন্দেহ। নাশকতার লিঙ্কম্যান সন্দেহে আগেই ১৪ জন জঙ্গির তালিকা প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা। জঙ্গিদের বাড়ি ধরে ধরে তল্লাশি চলছে।
পহেলগাঁও হামলার প্রত্যাঘাত শুরু করেছে ভারত। কাশ্মীরে অলআউট অ্যাকশনে ভারত। বিস্ফোরণে উড়ছে একের পর এক জঙ্গির বাড়ি। ৩ দিনে ৯ জঙ্গির বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। ১৪ জন স্থানীয় জঙ্গির তালিকা প্রকাশ করে বাড়ি ধরে ধরে চলছে অভিযান। পুলওয়ামার ত্রালে জইশ জঙ্গি আমির নাজির ওয়ানির দোতলা বাড়ি বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সোপিয়ানে লস্কর জঙ্গি আদনান শফি দারের বাড়িও বিস্ফোরণে ভেঙে পড়েছে। বিস্ফোরণে উড়েছে জঙ্গি জামিল আহমেদ শির গজরির বান্দিপোরার বাড়িও। কুপওয়াড়ার কালারুসে বিস্ফোরণে গুঁড়িয়ে গেছে লস্কর-ই-তৈবার জঙ্গি ফারুক আহমেদ তিদওয়ারের বাড়িও। একের পর এক জঙ্গির বাড়ি তো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু পহেলগাঁওয়ের আসল হামলাকারীরা কবে ধরা পড়বে? অপেক্ষায় গোটা দেশ।




















