Shadab Khan: বিয়ের পরও পাক অভিনেত্রীকে সোশ্য়াল মিডিয়ায় মেসেজ করেন শাদাব খান?
Shadab Khan Update: সম্প্রতি পাকিস্তানের চ্যানেল জিও নিউজের এক অনুষ্ঠান হাসনা 'মানা হ্যাঁ'তে এসেছিলেন শাদাব। সেখানেই এক মহিলা ভক্ত তাঁকে প্রশ্ন করেছিলেন।

করাচি: ক্রিকেটের বাইরেও পাকিস্তানের ক্রিকেটাররা বিভিন্ন ইস্যু নিয়ে মাঝে মাঝেই বিতর্কে জড়ান। সেই তালিকায় রয়েছেন শাদব খানও। পাকিস্তানের তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে গত বছর সে দেশের এক টিক টকার শাহতাজ খান অভিযোগ এনেছিলেন যে পাক অলরাউন্ডার তাঁর সঙ্গে কথা বলেছেন সোশ্য়াল মিডিয়ায় ও তাঁকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। এবার পাকিস্তানের রিয়্যালিটি শো-তে এসেও সেই প্রসঙ্গের মুখোমুখি হতে হল শাদাব খানকে।
জিও নিউজের এক অনুষ্ঠান হাসনা 'মানা হ্যাঁ'তে এসেছিলেন শাদাব। সেখানেই এক মহিলা ভক্ত তাঁকে প্রশ্ন করে যে, ''অনেক সময় বিভিন্ন অভিনেত্রী অভিযোগ করেন যে ক্রিকেটাররা তাঁদের মেসেজ করেন, উত্যক্ত করেন। আপনিও কখনও কোনও অভিনেত্রীকে মেসেজ করেছিলেন?'' শাদাব অবশ্য সাবলীলভাবেই সেই প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ''যদি কোনও ক্রিকেটার কাউকে মেসেজ করেনও বা, সেক্ষেত্রে ভুলটা কোথায়। যদি কারও পছন্দ না হয়, সে উত্তর দেবেন না, তাহলেই তো হল। কিন্তু রিপ্লাইও দেবে, আবার এই ধরণের অভিযোগও করবেন, তা হলে তো বিষয়টা একেবারেই ঠিক নয়।''
View this post on Instagram
এরপরই শাদাব আরও বলেন, ''আমি এমন অনেক নায়িকার ভিডিও দেখি, যাঁরা নানারকম এমন অভিযোগ করে থাকেন। কিন্তু বাস্তবটা কিন্তু ঠিক সেরকম হয় না।'' উল্লেখ্য, দু বছর আগে বিয়ে করেছিলেন শাদাব। প্রাক্তন পাক স্পিনার সাকলিন মুস্তাকের মেয়ে শাদাবের স্ত্রী।
পাকিস্তানে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। পাকিস্তানের মাটিতে হবে বাকি দলগুলির ম্যাচ। তবে পাক ভূখণ্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি আদৌ সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, পাকিস্তানে স্টেডিয়ামের কাজ এখনও অনেকটাই বাকি বলে খবর। এত বড় প্রতিযোগিতা আয়োজনের উপযুক্ত পরিকাঠামো পাকিস্তানের আছে কি না, তা নিয়েও রয়েছে প্রশ্ন। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়েও প্রচুর সমস্যা ছিল । সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপে তহবিলের হিসেব নিয়েও প্রশ্ন রয়েছে। যা নিয়ে চাপেই ছিলেন অ্যালার্ডাইস । এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে গোলমাল। জানা গিয়েছে, রাওয়ালপিন্ডি ও করাচির স্টেডিয়ামের দুরাবস্থা নিয়ে আইসিসিকে কিছু জানাননি অ্যালার্ডাইস।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
