Pakistan Cricket: ভুল বোঝাবুঝির জেরে রান আউট, ব্যাট ছুড়ে ফেললেন পাক ওপেনার, মাঝ পিচেই জড়ালেন তর্কাতর্কিতে
Pakistan Cricket: ঘটনাটি অস্ট্রেলিয়ার ডারউইনে বাংলাদেশ 'এ' এবং পাকিস্তান শাহিনসদের মধ্যে এক ম্যাচে দেখা যায়।

নয়াদিল্লি: ভুল বোঝাবুঝির আর তার জেরে রান আউট, এমন ঘটনা কিন্তু নতুন কিছু নয়। তবে তার প্রতিক্রিয়া সচরাচর এমন হয় যেমনটা বাংলাদেশ এ বনাম পাকিস্তান শাহিনসদের বিরুদ্ধে দেখা গেল। সেই ভিডিও দেখে সবাই খানিকটা বিস্মিতই বটে।
অস্ট্রেলিয়ার ডারউইনে বাংলাদেশ 'এ'-র বিরুদ্ধে মাঠে নেমেছিল পাকিস্তান শাহিনসদের। সেই ম্যাচেই দুই পাক ওপেনার খাওয়াজা মহম্মদ নাফায় এবং ইয়াসির খান ভুল বোঝাবুঝির জেরে ইয়াসির রান আউট হন। তারপরে ইয়াসির ক্ষোভে তাঁর ব্যাট মাটিতে ছুড়ে ফেলেন। তাঁকে তাঁর ওপেনিং পার্টনারের উদ্দেশে অনেক কিছু বলতেও শোনা যায়। সেই ভিডিওই এখন ভাইরাল।
Maybe the two Pakistani openers will talk through their mix up nice and calmly...
— 7Cricket (@7Cricket) August 14, 2025
Or maybe Yasir and Nafay have a different way of communicating 🫣#TopEndT20 | Live on 7plus pic.twitter.com/40kLUR2PBA
ভিডিওতে দেখা যাচ্ছে নন স্ট্রাইক এন্ড থেকে ইয়াসির প্রায় গোটা পিচটা দৌড়ে অপরপ্রান্তে চলে গেলেও ইয়াসির কার্যত সেই ডাকে সাড়াই দেননি। তিনি ওপেনিং পার্টনারকে বরং বারনই করেন। তবে তিনি শোনেননি। বাংলাদেশ কিপার বোলারের দিকে বল ছুড়লে ইয়াসির রান আউট হন।
বিরাটের জন্য খারাপ ফর্মে বাবর!
এই কয়েকদিন আগে পর্যন্তও দুই তারকার সমর্থকদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় লড়াই চলত বাবর আজম (Babar Azam) না বিরাট কোহলি (Virat Kohli), কে সেরার সেরা। তবে বাবর আপাতত খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচছেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি আইসিসি ব়্যাঙ্কিংয়েও ক্রমেই পিছিয়ে পড়ছেন। দীর্ঘদিন ব্যাটে শতরান নেই। বাবরের এই খরার প্রসঙ্গে উঠে এল বিরাট কোহলির নাম। কিন্তু বাবরের ব্যাটে খরার সঙ্গে কোহলির কি সম্পর্ক? আসলে প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার আহমেদ শেহজাদের (Ahmed Shahzad) মতে সাম্প্রতিক সময়ে বিরাট কোহলির সঙ্গে নিরন্তর তুলনা বাবরের চাপ বাড়িয়েছে এবং সেটাই তাঁর শতরানের খরার মূল কারণ।
তিনি বলেন, 'সবটা যখন ঠিকঠাক চলছিল, তখন তো তুলনা টেনে আপনারা বিভিন্ন ক্যাম্পেন চালাচ্ছিলেন। এখন যখন পারফরম্য়ান্স হচ্ছে না, তখন তুলনা করতে না করছেন। কেন হবে না তুলনা? বিরাট কোহলির সঙ্গে কারুর তুলনা চলে না। ও কিংবদন্তি, রোল মডেল। এমনকী এমএস ধোনির সঙ্গেও ওর তুলনা চলে না। ধোনি দুরন্ত অধিনায়ক হতে পারেন। তবে ব্য়াটার, অ্যাথলিট, ক্রিকেটার হিসাবে কোহলির তুলনা হয় না। কারুর সঙ্গেই কারুর তুলনা করা উচিত নয়। এর জেরে তো বাড়তি চাপ তৈরি হয় একটা। বাবরের ক্ষেত্রে এই চাপের পরিণামটাই আমরা এখন দেখতে পারছি।'




















