Pakistan Cricket Team: দুই দিনে দ্বিতীয়জন, ইমাদের পর আরও এক পাকিস্তানি ক্রিকেটারের অবসর ঘোষণা
Mohammad Amir: দেশের জার্সিতে তিন ফর্ম্যাট মিলিয়ে ১৫৯টি ম্যাচে মোট ২৭১টি উইকেট নিয়েছেন মহম্মদ আমির।
নয়াদিল্লি: মাত্র কয়েক ঘণ্টা আগেই ইমাদ ওয়াসিম নিজের অবসর ঘোষণা করেছিলেন। তারপর একদিনও কাটেনি। আরও এক পাক ক্রিকেটার (Pakistan Cricket Team) আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেদের অবসরের কথা ঘোষণা করলেন। কে তিনি?
তিনি মহম্মদ আমির (Mohammad Amir)। পাকিস্তানের তারকা ফাস্ট বোলার। ৩২ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। অনেক ভেবেচিন্তেই এই অবশ্যম্ভাবী সিদ্ধান্ত তিনি উপনীত হয়েছেন বলে জানান। অবসরের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে আমির লেখেন, 'আমি অনেক ভেবেচিন্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। এই সিদ্ধান্তগুলি কোনও সময়ই সহজ নয়, তবে অবশ্যম্ভাবী। আমার মনে হয় পরবর্তী প্রজন্মের এগিয়ে এসে পাকিস্তান ক্রিকেটকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার এটাই সঠিক সময়।'
আমির আরও যোগ করেন, 'দেশের প্রতিনিধিত্ব করাটা আমার কাছে সবসময়ই সবথেকে গৌরবের ছিল এবং থাকবে। আমি পিসিবি, আমার পরিবার ও বন্ধুবান্ধদের তো ধন্যবাদ জানাতে চাইই, তবে আমার সমর্থকরা আমায় যে ভালবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য তাঁদের কাছে আমি সবথেকে বেশি কৃতজ্ঞ।' আমির ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তবে তিনি নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এই বছরই আবার অবসর ভেঙে ফিরে আসেন।
Announcement of my retirement from international cricket 🏏. pic.twitter.com/CsPfOTGY6O
— Mohammad Amir (@iamamirofficial) December 14, 2024
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন তিনি। দেশের জার্সিতে তিন ফর্ম্যাট মিলিয়ে ১৫৯টি ম্যাচে মোট ২৭১টি উইকেট নিয়েছেন মহম্মদ আমির। তবে আর পাকিস্তানের জাতীয় দলের জার্সি গায়ে তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ কাঁপাতে দেখা যাবে না।
প্রসঙ্গত, আমিরের মতোই বিশের বিশ্বকাপের আগে ইমাদ ওয়াসিমও অবসর ভেঙে বেরিয়ে এসেছিলেন। তিনিও গতকালই নিজের অবসরের কথা ঘোষণা করেন। গত বছর, নভেম্বর মাসে, ওয়াসিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। কিন্তু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর অবসর নেওয়ার সিদ্ধান্ত পাল্টে ফেলেন। মহম্মদ আমিরের সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজ এবং সংযুক্ত আরব আমিরাশাহিতে আয়োজিত পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলে ফিরে এসেছিলেন। তিনিও অবসর নিয়ে ফেলছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আন্তর্জাতিকে গুচ্ছ গুচ্ছ উইকেট, তবে ইংল্যান্ড বাতিল, বোলার শাকিবকে নিষিদ্ধি করল ইসিবি