Azam Khan: দলের হারেও 'নট-নড়নচড়ন'! নজরে পাকিস্তানি উইকেট-কিপার আজ়ম খান, ট্রোলড নেটদুনিয়ায়
Pakistan Cricket Team: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়েছে পাকিস্তান ক্রিকেট দল।
নিউ ইয়র্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়ে বিরাট বিপাকে পাকিস্তান দল (Pakistan Cricket Team)। দলের সমালোচনা চলছেই। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় জনরোষের মুখে দলের তরুণ ক্রিকেটার আজ়ম খান (Azam Khan)। সাম্প্রতিক এক ভাইরাল ভিডিও ঘিরেই যত কাণ্ড। ঘটনাটি ঠিক কী?
আজ়ম খান নিজের ফিটনেসের জন্য অতীতেও সমালোচনার মুখে পড়েছেন। অনেকই দাবি করেছেন মঈন খানের পুত্র হওয়াতেই তিনি সুযোগ পাচ্ছেন। হালে তাঁর ব্যাট হাতে পারফরম্যান্সও খুব একটা আহামরি নয়। বিশ্বকাপপূর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স তো আহামরি ছিলই না। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও তিনি ব্যাট হাতে নজর কাড়তে ব্যর্থ হন। এরই মাঝে এক ভাইরাল ভিডিওতে এক ব্যক্তিকে স্টল থেকে ফাস্ট ফুড খেতে দেখা যাচ্ছে। ব্যক্তির চেহারাটি দেখে অনেকেই মনে করছেন তিনি আর কেউ নন, বরং পাকিস্তানের তরুণ কিপার-ব্যাটার আজ়ম খান। যদিও এবিপি লাইভ বাংলা, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
I always condemn personal life attacks,but this is unacceptable behaviour of Azam khan. This is called looking after yourself for the job you have given and you are paid for that.if he doesn’t care then why @TheRealPCB should? We need to get rid of such mindsets who don’t care pic.twitter.com/vm9dOKYglv
— Majid Majeed (@majidmajeed83) June 10, 2024
Azam Khan training with PCB in USA pic.twitter.com/waqxrZWn8G
— oliver (@jaynildave) June 11, 2024
Azam Khan apna career khatay hue pic.twitter.com/nL1mJc3M72
— M (@anngrypakiistan) June 10, 2024
These Azam Khan memes 😭 >>>#PakvsInd pic.twitter.com/PwKM10K9HC
— Hoorain | 🇵🇰 (@Deycallmejihadi) June 8, 2024
Loud & clear Msg for Azam khan.#T20IWC2024
— Shakir Abbasi (@ShakirAbbasi22) June 6, 2024
#PAKvsUSA pic.twitter.com/tzMMyDB2dh
তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই সমালোচনার মুখে পড়তে হয় আজ়ম খানকে। অনেকেই দলের প্রতি তাঁর দায়বদ্ধতা, তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এই ট্রোলের মাঝে আজ়ম খান প্রসঙ্গে ওয়াসিম আক্রম বলেন, 'বাবরের দলে একজন পাওয়ার হিটার দরকার। আজম, আমার বন্ধুর ছেলে। ও আমার সামনেই ছোট থেকে বড় হয়েছে। তবে ও তো নিজেই নিজের সাহায্য করছে না।'
তবে প্রাক্তন পাক অধিনায়ক তথা কিপার রশিদ লতিফ কিন্তু দিনকয়েক আগেই আজ়ম খানের সমর্থনে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। লতিফ বলেন, 'ও প্রচন্ড চাপে রয়েছে। ওকে বডি শেম করা হচ্ছে। টি-টোয়েন্টিতে আজম দারুণ ব্যাটার। স্পিনারদের বিরুদ্ধে বড় শট তো খেলতে পারেই, ফাস্ট বোলারদের বিরুদ্ধেও নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছে ও। ওর বয়স মাত্র ২৫ বছর। আমার এই বাচ্চা ছেলেটার জন্য খারাপই লাগছে। এমনভাবে ওকে ট্রোল করা উচিত নয়।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মাহমুদুল্লার বিরুদ্ধে আম্পায়ারের ভুল সিদ্ধান্তই কি বদলে দিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ভাগ্য?