PAK vs AFG: স্পিনত্রয়ীর ফাঁদে আটকে গেল পাকিস্তান,আফ্রিদিদের হারাল আফগানিস্তান
Pakistan vs Afghanistan: শেষের দিকে হ্যারিস রউফের লড়াকু ৩৪ রানের ইনিংস সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে ১৮ রানে জয় পেল আফগানিস্তান।

শারজা: ত্রিদেশীয় সিরিজ়ে দুই দলের প্রথম সাক্ষাৎকারে আফগানিস্তানকে (Pakistan vs Afghanistan) পরাজিত করেছিল পাকিস্তান। তবে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সেই হারের বদলা নিলেন রশিত খানরা (Rashid Khan)। ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লা অটলের শতাধিক রানের পার্টনারশিপের পর রশিদ, মহম্মদ নবি (Mohammad Nabi) ও নুর আমেদের (Noor Ahmed) স্পিন ত্রিফলায় বিদ্ধ হলেন সলমন আলি আগারা। ১৮ রানে পরাজিত হল পাকিস্তান।
ম্যাচে এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তবে শুরুটা আফগানদের মন মতো হয়নি। মাত্র আট রানে আউট হন রহমানুল্লা গুরবাজ। ১০ রানে ভাঙে ওপেনিং পার্টনারশিপ। তবে এরপরে আরেক ওপেনার অটলের সঙ্গে জমাটি পার্টনারশিপ গড়েন ইব্রাহিম জাদরান। শুরুটা দুইজনে বেশ দেখেশুনেই করেন। পাওয়ার প্লেতে ছয়েরও কম রান রেটে ৩৪ রান উঠে। তবে তারপরে রানের গতি বাড়ে। ৪১ রানে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন দুইজনে। ১৪তম ওভারেই শতরানের গণ্ডিও পার করে ফেলে আফগানরা। অটল ৩৭ ও জাদরান ৩৮ বলে অর্ধশতরান পূরণ করেন।
শেষমেশ ফাহিম আশরফ দ্বিতীয় উইকেটে ১১৩ রানের পার্টনারশিপ ভাঙেন। এরপর আর কেউ তেমন বড় রান পাননি। ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬৯ রান তোলে আফগানিস্তান। ফাহিম একাই চার উইকেট নিয়ে দুরন্ত বোলিং করেন। জবাবে ব্যাটে নেমে দ্বিতীয় ওভারেই খাতা খোলার আগে সাজঘরে ফেরেন সাঈম আয়ুব। আরেক ওপেনার ফারহানও ১৮ রানের বেশি করতে পারেননি। পাওয়ার প্লেতে দুই উইকেটে ৫২ রান তোলে পাকিস্তান।
তবে পাওয়ার প্লের পরেই আফগান স্পিনাররা নিজেদের জাল বিছোতে শুরু করেন। সেই জালে একে একে সাজঘরে ফেরন ফখর জামান (২৫), অধিনায়ক সলমন (২০), মহম্মদ নওয়াজরা (১২) একে একে সাজঘরে ফেরেন। ৪৯ রানে ব্যবধানে সাত উইকেট হারায় পাকিস্তান। ১১১ রানে নয় উইকেট হারিয়ে জয়ের সব আশা হারিয়েই ফেলেছিল পাক দল। তবে এমন সময়ই পাল্টা লড়াই চালান হ্যারিস রউফ। ১০ নম্বরে ব্যাটে নেমে ১৬ বলে ৩৪ রান করেন তিনি। পাকিস্তান ১৫০ রানের গণ্ডিও পার করে। সুফিয়ান মুকিমের সঙ্গে দশম উইকেটে তাঁর ৪০ রানের পার্টনারশিপই পাকিস্তানের হয়ে দশম উইকেটে (বিশ ওভারের ক্রিকেটে) সর্বকালের সর্বোচ্চ। তাতেও জয় অধরাই রয়ে যায়। নয় উইকেটে ১৫১ রানেই থামে পাকিস্তানের ইনিংস।




















