IND vs PAK: ২২ গজে এই ম্য়াচগুলোয় ভারতের বিরুদ্ধে লজ্জার হার হারতে হয়েছিল পাকিস্তানকে
Inda vs Pakistan: পহেলগাঁও জঙ্গি হামলার পর দু দেশের ক্রিকেট মহারণ নিয়ে আগ্রহ কিছুুটা কমেছে। এখনও পর্যন্ত এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়নি।

দুবাই: ২২ গজের সবচেয়ে হাইভোল্টেজ মহারণগুলোর একটি ভারত-পাক মহারণ। টানটান উত্তজেনা, গ্যালারিতে সমর্থকদের উল্লাস, মাঠে সেয়ানে সেয়ানে লড়াই, অ্য়াড্রিনালিন ক্ষরণ, ভারত-পাক ম্য়াচ মানেই এগুলো থাকবেই। পহেলগাঁও জঙ্গি হামলার পর দু দেশের ক্রিকেট মহারণ নিয়ে আগ্রহ কিছুুটা কমেছে। এখনও পর্যন্ত এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়নি। দু দেশের মধ্যে ব্যাট-বলের লড়াইয়ে এমন কয়েকটি ম্য়াচ রয়েছে যেখানে পাকিস্তানকে রীতিমত বিধ্বস্ত করে ছেড়েছিল ভারতীয় দল। এক নজরে সেই ম্য়াচগুলো দেখে নেওয়া যাক - - - -
ভারত বনাম পাকিস্তান (২২ মার্চ,১৯৮৫)
আশির দশকে পাকিস্তান দল বেশ শক্তিশালী ছিল। এমনকী পাকিস্তানের বোলিং লাইন আপের সামনে ভারতের ব্যাটিং ভেঙে গেল। শারজায় ২২ মার্চ ১৯৮৫ সালের ম্যাচ। সেদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ১২৫ রানে অল আউট হয়ে গিয়েছিল কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সেই দলে ছিলেন সুনীল গাওস্কর, মহম্মদ আজহারউদ্দিনরাও। কিন্তু কেউই বড় রান করতে পারেননি। পাকিস্তানের সামনে ছিল সেদিন জয়ের সুবর্ণ সুযোগ। কিন্তু ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানে অল আউট হয়ে গিয়েছিল পাক শিবির।
ভারত বনাম পাকিস্তান (১০ সেপ্টেম্বর, ২০২৩)
কলম্বোতে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় দল। সেই ম্য়াচেও ভারত প্রথমে ব্যাটিং করতে নামে। ৩৫৬ রানের বিশাল স্কোর বোর্ডে তুলে নেয় টিম ইন্ডিয়া। বিরাট কোহলি ও কে এল রাহুল দুজনেই শতরান হাঁকান। পাকিস্তান ক্রিকেট দল ৩২ ওভারে ১২৮ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি পাক শিবির। ২২৮ রানের বিশাল ব্যবধানে হারতে হয় পাক শিবিরকে।
ভারত বনাম পাকিস্তান (১৯ ফেব্রুয়ারি, ২০০৬)
ভারতের বিরুদ্ধে আরও একবার বড় ব্যবধানে হারতে হয় পাকিস্তানকে ২০০৬ সালে। করাচিতে নিজেদের ঘরের মাঠে হোমম্য়াচ খেলতে নেমেছিল পাকিস্তান শিবির। প্রথমে ব্যাটিং করতে নেমে ২৮৬ রান বোর্ডে তুলতে পারে পাকিস্তান শিবির। জবাবে ব্য়াটিং করতে নেমে ৪৬.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে নেয়।
আগামী ১৪ তারিখ এশিয়া কাপের ম্য়াচে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সংযুক্ত আমিরশাহি। আজ সেই ম্য়াচ খেলতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নামবে ২ দল। বিশ্বকাপ হোক বা এশিয়া কাপের মঞ্চ, বারবার ভারতের বিরুদ্ধে হারতে হয়েছে পাকিস্তানকে।




















