ODI World Cup 2023: বাবরদের খারাপ পারফরম্যান্সের জের, বরখাস্ত হতে চলেছেন পাকিস্তান দলের গোটা সাপোর্ট স্টাফ?
Pakistan Cricket Team: বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়েছে পাকিস্তান ক্রিকেট দল।

লাহৌর: ভারতীয় উপমহাদেশে আয়োজিত বিশ্বকাপের অন্যতম ফেভারিটের তকমা নিয়েই মেগা টুর্নামেন্টে নেমেছিল পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। তবে গ্রুপ পর্বের নয় ম্যাচের মধ্যে চারটিতেই পরাজিত হতে হয়েছে দলকে। প্রশ্ন উঠেছে বাবর আজমের অধিনায়কত্ব নিয়েও। তিনি নেতৃত্ব ছাড়তে পারেন বলেও শোনা যাচ্ছে। এরই ম্যাচে জোর জল্পনা, পাকিস্তান দলের সকল সাপোর্ট স্টাফেরই চাকরি যেতে চলেছে।
সদ্যই পাকিস্তানের বোলিং কোচ মর্নি মর্কিলের এক মাস চুক্তি বাতিল থাকলেও তাঁকে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। শোনা যাচ্ছে মঙ্গলবার, ১৪ নভেম্বর প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইউনিস খানের সঙ্গে এক জরুরি বৈঠকে বসতে চলেছেন পিসিবি প্রধান জ়াকা আশরফ (Zaka Ashraf)। তারপরেই পাক দলের গোটা বিদেশি সাপোর্ট স্টাফদের বরখাস্ত করার কথা ঘোষণা করতে পারেন পিসিবি প্রধান। এই তালিকায় সামিল পাকিস্তানের প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন, দলের ডিরেক্টর মিকি আর্থার এবং ব্য়াটিং কোচ অ্যান্ড্রু প্যাটিক।
ইউনিস খানের সঙ্গে এই বৈঠকেই বিশ্বকাপে পাক দলের খারাপ পারফরম্যান্সের ময়নাতদন্ত করা হবে বলে খবর। এই নিয়ে নাগাড়ে দ্বিতীয়বার ওয়ান ডে বিশ্বকাপের গ্রুপ পর্বেই পাকিস্তানের সফর থেমে গেল। ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত বিশ্বকাপেও খুব এতটা আহামরি পারফর্ম করতে পারেনি পাক দল। কোয়ার্টার ফাইনালেই তাঁদের সফর থেমে গিয়েছিল। এই ব্যর্থতার কারণ খুঁজে বের করে দ্রুত পদক্ষেপ নিতে আগ্রহী পিসিবি। পাকিস্তান ক্রিকেটে বেশ কিছু রদবদল ঘটতে চলেছে বলেও পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
বোলিং কোচ হিসাবে মর্নি মর্কেলকে ছাঁটাই করা হয়েছে। তাঁর বদলে উমর গুলকে পাক দলের বোলিং কোচের দায়িত্বে আনা হতে পারে বলে খবর। সোমবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিস্তানের বোলিং কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার। তাঁর পরিবর্তে কে দায়িত্ব নেবেন, সেই নাম শীঘ্রই জানানো হবে বলেও জানিয়েছে পিসিবি। তবে কেন এক মাস বাকি থাকতেও দায়িত্ব ছাড়লেন মর্কেল, তা জানানো হয়নি। এবার তাঁর বদলে কাকে দায়িত্ব দেওয়া হবে। বাবরদের প্রধান কোচসহ বোলিং, ব্যাটিং কোচের দায়িত্ব কাকে দেওয়া হবে, এখন সেইদিকেই নজর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বদলার চিন্তা নয়, লক্ষ্য হোক ইতিবাচক ক্রিকেট খেলা, কিউয়িদের বিরুদ্ধে সেমির আগে বার্তা রোহিতের কোচের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
