Mann Ki Baat: প্রথমবার জুনিয়র এশিয়া কাপ জিতেছে ভারতের মেয়েরা, মন কি বাত-এ অভিনন্দন জানালেন মোদি
PM Narendra Modi News: ফাইনাল খেলায় ভারতীয় দল ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। জাপানের কাকামিগাহারায় এই টুর্নামেন্টের আসর বসেছিল এবার।
নয়াদিল্লি: প্রথমবার জুনিয়র এশিয়া কাপ হকিতে খেতাব জিতেছেন ভারতের মেয়েরা। আজ মন কি বাত-এর ১০২ তম এপিসোডে বিজয়ী দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, ''এই মাসে ভারতের ক্রীড়াক্ষেত্র থেকে অনেকগুলো ভাল খবর এসেছে। হকিতে জুনিয়র এশিয়া কাপ জিতে ভারতের মেয়েরা তেরঙ্গার মান উজ্জ্বল করেছে। এই মাসে জুনিয়র হকি এশিয়া কাপে আমাদের ছেলেদের দলও খেতাব জিতেছে।''
নরেন্দ্র মোদি আরও বলেন, ''তরুণ চ্যাম্পিয়ন দল দুটোকে আমার তরফে অনেক অনেক শুভেচ্ছা জুনিয়র এশিয়া কাপ হকিতে জয়ের জন্য। কঠিন পরিশ্রম, প্রতিভা ও টিম ওয়ার্কের জন্য এই সাফল্য অর্জন করেছে ভারতের ছেলেরা ও মেয়েরা। তারা আমাদের গর্বিত করেছে।''
ফাইনাল খেলায় ভারতীয় দল ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। জাপানের কাকামিগাহারায় এই টুর্নামেন্টের আসর বসেছিল এবার। সেখানেই রানি রামপলদের উত্তরসূরিরা চ্যাম্পিয়ন হয়েছিল। এদিন খেলার শুরু থেকেই আক্রমণে যেমন ঝাঁঝ দেখা গিয়েছিল ভারতের, তেমনই ডিফেন্স লাইনও বেশ শক্ত ছিল তাঁদের। কোরিয়ার প্লেয়াররা পেনাল্টি বক্সের ধারেকাছে এলেই সজাগ থাকতেন ভারতের ডিফেন্সে খেলা মেয়েরা। ভারতের হয়ে প্রথম গোলটি করেন অনু। তিনি ২২ মিনিটে ভারতকে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি থেকে গোল করেন তিনি। এরপর কোরিয়ার হয়ে সমতা ফিরিয়েছিলেন পার্ক সিয়োইয়ন। এরপর ৪১ মিনিটের মাথায় ভারতের হয়ে দ্বিতীয় ও ম্য়াচের জয়সূচক গোলটি করেন নীলম। এই টুর্নামেন্টে ভারত আগে কখনও জেতেনি। এটাই প্রথমবার জুনিয়র উইমেন্স এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হল ভারত।
জুনিয়র ভারতীয় মহিলা হকি দলকে এই খেতাব জয়ের শুভেচ্ছা জানিয়েছেন হকি ইন্ডিয়ার সভাপতি পদ্মশ্রী ড: দিলীপ তিরকে। তিনি বলেছেন, ''আমরা সত্যিই ভীষণ গর্বিত, ভারতের জুনিয়র মহিলা হকি দল এবারের জুনিয়র উইমেন্স এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে। একগুচ্ছ প্রতিভা ও তাঁদের লক্ষ্য়ের প্রতি স্থির থাকার ফসল এটি। মাঠে মেয়েরা কতটা লড়াকু ছিল, তা এই ট্রফি জয়ের থেকেই বোঝা যাচ্ছে। চলতি বছরের শেষের দিনে জুনিয়র হকি বিশ্বকাপ রয়েছে। আমি নিশ্চিত এই ট্রফি জয় তাঁদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। মেয়েদের এই সাফল্যকে সম্মান জানাতে হকি ইন্ডিয়ার তরফে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। দলের প্রত্যেক সদস্য থেকে শুরু করে সাপোর্ট স্টাফ সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল।'' উল্লেখ্য, লিগ পর্বে ৪ ম্য়াচের মধ্যে ৩টিতে জয় ও ১টি ম্যাচ ড্র করেছিল জুনিয়র ভারতীয় মহিলা হকি দল।