Pratika Rawal: ফাইনালে খেলতে পারেননি, মাঠে ছিলেন হুইলচেয়ারে, বিশেষ সম্মান, ক্রীড়া দফতরে পেলেন বড় দায়িত্ব
Indian Womens Cricket Team: আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য স্নেহ রানা, প্রতিকা রাওয়াল এবং রেণুকা সিংহ ঠাকুর। তিনজনকে বিশেষ সম্মান জানানো হল।

নয়াদিল্লি: আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য স্নেহ রানা, প্রতিকা রাওয়াল এবং রেণুকা সিংহ ঠাকুর। তিনজনকে বিশেষ সম্মান জানানো হল। ক্রীড়া বিভাগে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) পদে নিযুক্ত করা হয়েছে তিনজনকে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে টিম ইন্ডিয়া ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়েছিল। যদিও সেমিফাইনাল এবং ফাইনালে প্রতিকা রাওয়াল খেলতে পারেননি, কারণ তিনি লিগ পর্বের শেষ ম্যাচে আহত হয়েছিলেন।
প্রতিকা রাওয়াল নর্দার্ন রেলওয়েতে সিনিয়র ক্লার্ক ছিলেন। বিশ্বকাপে তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য তাঁর পদোন্নতির জন্য নর্দার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন রেল মন্ত্রককে চিঠি লিখেছিল। যা রেল মন্ত্রক অনুমোদন করেছে। মন্ত্রক জানিয়েছে, "রেল মন্ত্রকের তরফে মিস প্রতিকা রাওয়াল, সিনিয়র ক্লার্ক, নর্দার্ন রেলওয়েকে আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সের জন্য পে ম্যাট্রিক্স (৭ম CPC)-এ লেভেল ৮-এ 'অফিসার অন স্পেশাল ডিউটি (OSD)-র গ্রুপ 'বি' গেজেটেড পদে আউট অফ টার্ন প্রোমোশন দেওয়ার অনুমোদন দেওয়া হচ্ছে।"
প্রতিকা রাওয়াল সেমিফাইনাল এবং ফাইনাল না খেললেও টুর্নামেন্টে চতুর্থ সর্বোচ্চ রান করা ব্যাটার ছিলেন। তিনি ৭ ম্যাচের ৬ ইনিংসে ৭৭.৭৮ স্ট্রাইক রেটে ৩০৮ রান করেছিলেন। তিনি সেমিফাইনালের আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন, তাঁর পরিবর্তে আই শেফালি ভার্মা ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস (৮৭) খেলেছিলেন। তিনি ২ উইকেটও নিয়েছিলেন।
Slow breaths. Soft thoughts. Calm mind.✨ #Novemberdump pic.twitter.com/ceEtq9lfGb
— Pratika Rawal (@PratikaRawal64) December 1, 2025
রেলওয়ে বোর্ড স্নেহ রানাকে সপ্তম CPC পে ম্যাট্রিক্সের লেভেল ৮-এ অফিসার অন স্পেশাল ডিউটি (স্পোর্টস)-এর গ্রুপ 'বি' গেজেটেড পদে প্রোমোট করেছে। এই প্রোমোশন আউট-অফ-টার্ন প্রোমোশন (OTP) স্কিমের অধীনে দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য দেশের অ্যাথলিটদের তাঁদের অবদানের জন্য সম্মান জানানো হয়।
ভারতীয় মহিলা দল জিতেছিল প্রথম বিশ্বকাপ
ভারতীয় মহিলা দল এর আগে ২ বার বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু কখনও খেতাব জিততে পারেনি। ২ নভেম্বর, ২০২৫-এ টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে তাদের প্রথম বিশ্বকাপ খেতাব জিতেছে। প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া ২৯৮ রান করেছিল, জবাবে দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে গুটিয়ে গিয়েছিল। ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিলেন শেফালি বর্মা, যিনি ৮৭ রান করেছিলেন এবং ২ উইকেট নিয়েছিলেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার দীপ্তি শর্মাকে দেওয়া হয়েছিল।




















