IND vs PAK: ভারত-পাকিস্তানের এশিয়া কাপ ম্যাচ সম্প্রচার বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী মোদিকে লেখা হল চিঠি
Asia Cup 2025: ভারত ও পাকিস্তানের ম্যাচ বন্ধের জন্য মুম্বই থেকে দিল্লি, দেশের বিভিন্ন প্রান্তে না না রাজনৈতিক দলের তরফেও বিক্ষোভ চলছে।

নয়াদিল্লি: আর কয়েক ঘণ্টা পরেই ভারত ও পাকিস্তানের (IND VS PAK) মহারণ। এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হবে। তবে ম্যাচের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও এই ম্যাচ ঘিরে বিতর্ক যেন থামছেই না। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার বিরুদ্ধে অনেকেই আওয়াজ তুলেছেন। সেই বিক্ষোভ কিন্তু এখনও অব্যাহত। এবার এই ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) চিঠি লেখা হল।
FWICE, মিডিয়া ও বিনোদন জগতে কর্মরতদের ৩৬টি অ্যাসোসিয়েশন নিয়ে তৈরি পশ্চিম ভারতের সংস্থার তরফে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সম্প্রচার বন্ধের দাবি তোলা হল। সেই মর্মে তাঁরা প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছে যাতে এই ম্য়াচের সম্প্রচারকে পহেলগাঁও হামলায় নিহত প্রতি অসম্মান ও তাঁদের পরিবারদের প্রতি অসংবেদনশীল বলে দাবি করা হয়েছে।
FWICE-র তরফে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে লেখা হয়েছে, 'পাকিস্তানের মদতে এবং পাকিস্তানের দ্বারা ভারত একের পর এক সন্ত্রাসবাদী আক্রমণের শিকার হচ্ছে। এর ফলে আমাদের দেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে এবং বহু পরিবারের কান্নার কারণ হয়ে উঠেছে।' চিঠিতে ২০১৯ সালে পুলওয়ামা এবং চলতি বছরে পহেলগাঁও আক্রমণের কথা উল্লেখ করে আরও লেখা হয়, 'প্রতিটি শহীদ ও নিরপরাধ মৃতদের পিছনে রয়েছে সেইসব পরিবার যারা শোকে ডুবেছে। সন্তানহারা বাবা, মা, স্বামীহারা স্ত্রী ও তাঁদের সন্তানদের জীবন চিরতরে তছনছ গয়ে গিয়েছে। শহীদদের বলিদান বা সাধারণ জনগণের অশ্রুজলকে কোনওভাবে অবহেলা করা বা ভোলা সম্ভব নয়।'
এরপরেই দাবি করা হয়, 'আমাদের দৃঢ়ভাবে মনে হয় যে এমন পরিস্থিতিতে এমন এক ম্যাচ সম্প্রচার করাটা শহীদদের প্রতি অসম্মানজনক এবং তাঁদের পরিবারের প্রতি অসংবেদনশীল হবে। পাশাপাশি এটি এমন এক দেশ যারা বারংবার আমাদের বিরুদ্ধে সন্ত্রাসে মদত করে, তাদের বুঝিয়ে দেবে যে সবটা ঠিকই রয়েছে।'
FWICE-র তরফে দাবি করা হয় তাদের অতীতে পাকিস্তান বা পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কোনওরকম সংযোগ ঘটাতে বারণ করা হয়েছিল। সেখানে এই ম্যাচ যদি সম্প্রচার হয়, তাহলে সেটি সেই নির্দেশনার বিরুদ্ধাচারণ এবং গোটা দেশের জনগণের আবেগের পরিপন্থী হবে। সেই কারণেই তাঁদের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে যাতে তিনি এই ম্যাচ সম্প্রচারে হস্তক্ষেপ করে তা আটকান।




















