Pritvi Shaw: ফিরে আসার অঙ্গীকার করে সােশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন অভিমানী পৃথ্বী
Vijay Hazare: অভিজ্ঞ এই ব্যাটার বিশ্রাম চেয়েছিলেন বিজয় হাজারে ট্রফি থেকে। তাই তাঁকে ছাড়াই দল সাজানো হয়েছে। পৃথ্বী না থাকলেও শ্রেয়স আইযারের নেতৃত্বাধীন দলে সূর্যকুমার যাদব, শিবম দুবে সবাই রয়েছেন।
মুম্বই: রঞ্জিতে বাদ পড়েছিলেন। মুস্তাকে ফের দলে জায়গা করে নেন। কিন্তু বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) মুম্বই স্কোয়াড (Mumbai Squad) থেকে ফের বাদ পড়েছেন পৃথ্বী শ (Pritvi Shaw)। আর এরপরই সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন মুম্বইয়ের এই তরুণ ডানহাতি ওপেনার। মুম্বই ক্রিকেট অ্য়াসোসিয়েশন যে ১৭ সদস্যের বিজয় হাজারে ট্রফির দল ঘোষণা করেছে, তাতে জায়গা করে নিতে পারেননি পৃথ্বী।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে অভিমান করে পৃথ্বী লিখেছেন, ''ঈশ্বর! আমায় আর কী করতে হবে আর। ৬৫ ইনিংসে ৫৫.৭ গড় ও ১২৬-র স্ট্রাইক রেটে ৩৩৯৯ রানও যথেষ্ট নয়! তবে আমি আপনার ওপর আস্থা হারাব না এবং আশা করব লোকজন আমার ওপর ভরসা রাখবে। আমি ফিরে তো আসবই, এটুকু আমি জানি।'' উল্লেখ্য, মুম্বইয়ের জার্সিতে মুস্তাকে সবচেয়ে নজরকাড়া পারফর্ম করেছিলেন অজিঙ্ক রাহানে। ৮ ইনিংসে ১৬৪.৫৬ স্ট্রাইক রেটে ৪৬৯ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটার বিশ্রাম চেয়েছিলেন বিজয় হাজারে ট্রফি থেকে। তাই তাঁকে ছাড়াই দল সাজানো হয়েছে। পৃথ্বী না থাকলেও শ্রেয়স আইযারের নেতৃত্বাধীন দলে সূর্যকুমার যাদব, শিবম দুবে সবাই রয়েছেন। উল্লেখ্য়, মধ্যপ্রদেশকে হারিয়ে মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই শিবির। দলে ফিরেছেন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া আয়ুশ মাথরে।
উত্তরপ্রদেশের অধিনায়ক রিঙ্কু সিংহ
সৈয়দ মুস্তাক আলিতে ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে খেলতে নেমেছিলেন রিঙ্কু। টুর্নামেন্টে উত্তরপ্রদেশ কোয়ার্টার ফাইনালেও উঠেছিল। তবে বিজয় হাজারে ট্রফিতে অভিজ্ঞ ভুবনেশ্বর নয়। রিঙ্কু সিংহকেই নেতৃত্বভার দেওয়া হল। মুস্তাকে উত্তর প্রদেশের হয়ে সর্বােচ্চ রান সংগ্রাহক ছিলেন রিঙ্কুই। ৯ ম্য়াচে ৭০-এর কাছাকাছি গড়ে ১৫২.১৯ স্ট্রাইক রেটে মোট ২৭৭ রান করেছিলেন তিনি।
২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিনটি ওয়ান ডে ও ৩০টি টি-টোয়েন্টি ম্য়াচে দেশের জার্সিতে খেলেছেন রিঙ্কু। আসন্ন বিজয় হাজারে ট্রফি ২৭ বছরের এই তরুণের সামনে সুযোগ করে দেবে নিজের লিডারশিপ স্কিল সম্পর্কেও নির্বাচকদের নজরে আসার। আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু উত্তর প্রদেশের বিজয় হাজারে অভিযান। প্রথম ম্য়াচে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নামবে তাঁরা। এরপর মিজোরামের বিরুদ্ধে আগামী ২৩ ডিসেম্বর ও তামিলনাড়ুর বিরুদ্ধে আগামী ২৬ ডিসেম্বর খেলতে নামবে উত্তরপ্রদেশ। এরপর ছত্তিশগড়, চণ্ডীগড় ও বিদর্ভের বিরুদ্ধেও ম্য়াচ রয়েছে লিগ পর্যায়ে।