Ashwin on Akash Deep: কোহলির ভুল পরামর্শে হারায় ছন্দ! আকাশ দীপ আর কোনও টেস্ট খেলবেন না, আশঙ্কা অশ্বিনের
Akash Deep: আকাশ দীপের বর্ডার-গাওস্কর ট্রফির একটি স্পেল টেনে গোটা বিষয়টা জানান আর অশ্বিন।

নয়াদিল্লি: বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় দল সিরিজ় জয়ের হ্যাটট্রিক করতে পারেনি। দলের ব্য়াটাররা তো ব্যর্থ হনই, যশপ্রীত বুমরা বাদে আর কোনও বোলারও তেমন সাফল্য পাননি। সদ্য অবসর নেওয়া আর অশ্বিনের (R Ashwin) তো আশঙ্কা বাংলার তারকা ফাস্ট বোলার আকাশ দীপ (Akash Deep) আর হয়তো সুযোই পাবেন না।
সম্প্রতি এক কনক্লেভে অশ্বিন দাবি করেন ভারতীয় ব্যাটাররা বোলারদের থেকে অনেক বেশি সুযোগ পান। তাঁর দাবি, 'বিশ্বে নেয় বলে কিছু নেই। ব্যাটারদের সবসময় আগলে রাখা হয়। তবে বোলারদের ক্ষেত্রে এমনটা হয় না। আকাশ দীপ অস্ট্রেলিয়ায় উইকেট পায়নি, তাই ও আর টেস্ট খেলার সুযোগ পাবে না। তবে কোনও ব্যাটার এক সিরিজ়ে রান না করলে আর কোনওদিন খেলার সুযোগই পেল না ভারতের হয়ে, এমনটা কিন্তু সচরাচর দেখা যায় না। এটাই অস্ট্রেলিয়ার বিশ্বক্রিকেটকে শাসন করার প্রধান কারণ আর ভারতের পিছিয়ে থাকারও।'
গাব্বা টেস্টের উদাহরণ টেনে অশ্বিন দাবি করেন আকাশ দীপ বুমরার থেকেও ভাল বল করছিলেন গাব্বায়। তবে বিরাট কোহলির (Virat Kohli) এক পরামর্শই সবটা বদলে দেয়। 'আকাশদীপ গাব্বায় দুরন্ত এক স্পেল করছিল। জাস্সি নয়, সম্ভবত ওই সেরা বোলার ছিল গাব্বায়। দুরন্ত তিন চারটে ওভার বল করেছিল ও। তারপরেই আমি দেখে বিরাট ওর কাছে গিয়ে ওকে সোজা বল করার পরামর্শ দেয়। গোটাটা আমি বাইরে থেকে দেখছিলাম। একজন লেগ গালিতে চলে আসে। আকাশদীপ শরীরে এবং কয়েকটা বল লেগ সাইডে করে। সেই বলগুলি ফ্লিক, পুল করে ব্যাটাররা সহজেই রান করেন এবং ওর ছন্দটাই নষ্ট হয়ে যায়।' বলেন সদ্য প্রাক্তন হওয়া ভারতীয় ক্রিকেটার।
অশ্বিনের মতে কোহলি সম্ভবত একজন ব্যাটারের পরিপ্রেক্ষিতে সবটা দেখছিলেন বলেই তিনি সোজা বল করার পরামর্শ দিয়েছিলেন। তবে সবটায় যে আদপে লাভের লাভ হয়নি, তা বলাই বাহল্য। আর অশ্বিনের এই মন্তব্যে যে বিতর্কও বাড়ল, তাও অস্বীকার করার জায়গা নেই।
ব্যর্থ কোহলি
রঞ্জি প্রত্যাবর্তন একেবারেই সুখকর হল না বিরাট কোহলির জন্য। গত দুদিন ধরে অরুণ জেটলি স্টেডিয়ামে রঞ্জি ম্য়াচ যেন আন্তর্জাতিক ম্য়াচের আকার নিয়েছে। কোহলিকে দেখার জন্য হাজার হাজার ক্রিকেট সমর্থক মাঠ ভরিয়েছিলেন বৃহস্পতিবার। শুক্রবার বিরাটের ব্যাট করতে নামার সম্ভাবনা ছিলই। তার জন্যই এদিনও মাঠে এসেছিলেন অসংখ্য বিরাট প্রেমী। কিন্তু তাঁদের হতাশ হতে হল। ব্যাট হাতে মাত্র ১৫ বল ক্রিজে টিকলেন কোহলি। রান করলেন মাত্র ৬ রান। ইংল্যান্ডে বারবার খোঁচা দিয়ে আউট হচ্ছিলেন। রঞ্জি প্রত্যাবর্তন ম্য়াচে বিরাটের অফস্টাম্প ছিটকে দিলেন রেলওয়েজের পেসার হিমাংশু সাঙ্গওয়ান।
এদিন তিন নম্বর স্লটে ব্যাট করতে নেমেছিলেন দিল্লির হয়ে। ওপেনার যশ ধূলের আউট হওয়ার পরই বিরাট মাঠে ঢোকেন ব্যাট হাতে। গোটা গ্যালারি তখন চিৎকারে ফেটে পড়ে। অনেকেই বিরাটের জন্য প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন। শুরুতে কয়েকটি বলে ডিফেন্স করেন। বেশ কয়েকটি বল সুন্দরভাবে ছেড়েও দেন প্রাক্তন ভারত অধিনায়ক। এরপর হিমাংশুকে একটি স্ট্রেট ড্রাইভে বাউন্ডারিও হাঁকান। কিন্তু পরের বলেই নিঁখুত ইনস্যুইংগারে বিরাটের অফস্টাম্প ছিটকে দেন হিমাংশু। ব্যাট ও প্যাডের এতটাই ফাঁক ছিল যে তা স্টাম্প ছিটকে দেন। গোটা গ্যালারি অবাক হয়ে যায়। কেউ ভাবতেই পারেননি যে প্রিয় তারকা এত দ্রুত আউট হয়ে যাবেন। তাও রেলওয়েজের কোনও এক অনামী পেসারের বলে।
আরও পড়ুন: সেই অফস্টাম্পের বলেই ফিরতে হল কোহলিকে, তাঁর উইকেট নেওয়া হিমাংশুর মিল রয়েছে ধোনির সঙ্গে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
