Shardul Thakur Hat-Trick: জাতীয় দলে সুযোগ মিলছে না, রঞ্জিতে মুম্বইয়ের জার্সিতে দুরন্ত হ্যাটট্রিক শার্দুলের
Ranji Trophy: চলতি রঞ্জিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন শার্দুল। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বেশ কয়েকটি ম্য়াচে। এটিই শার্দুলের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক ছিল।

মুম্বই: রঞ্জি ট্রফির ম্য়াচগুলো হঠাৎ করেই কেমন যেন তারকাখচিত হয়ে গিয়েছে। ভারতীয় দলের জার্সিতে খেলা প্রত্যেক সিনিয়র ও জুনিয়র সব ক্রিকেটারই রাজ্য দলের জার্সিতে রঞ্জি খেলতে নেমে পড়েছেন। রোহিত, জাডেজা, গিল, পন্থদের মত এদিন থেকে নিজেদের রাজ্য দলের হয়ে নেমেছেন বিরাট কোহলি, কে এল রাহুল, কুলদীপ যাদবও। তবে সব দলের মধ্যে জাতীয় দলে খেলা ক্রিকেটারের সংখ্যা মুম্বই শিবিরেই সবচেয়ে বেশি। আর মুম্বইয়ের হয়ে চলতি রঞ্জিতে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন শার্দুল ঠাকুর। জাতীয় দলের জার্সিতে গত বর্ডার গাওস্কর ট্রফিতে ছিলেন না। কিন্তু তার আগের বর্ডার গাওস্কর ট্রফিতে দলে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। কিন্তু হঠাৎ করেই জাতীয় দলের বাইরে ৩৩ বছরের তারকা বোলার। কিন্তু এবার রঞ্জিতে মেঘালয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন ৩৩ বছরের এই ক্রিকেটার।
মেঘালয়ের বিরুদ্ধে ম্যাচ খেলছে মুম্বই। খেলা শুরুর পর চতুর্থ বলেই শার্দুল তুলে নেন নিশান্ত চক্রবর্তীকে। এরপর নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে শার্দুল ফিরিয়ে দেন বালচন্দ্র অনিরুদ্ধকে। পরের বলেই সুমিত কুমারকে ফিরিয়ে দেন জাতীয় দলের জার্সিতে ১১ টেস্ট খেলা এই ডানহাতি পেসার। শামস মুলানির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সুমিত। এরপর হ্যাটট্রিক বলে জসকীরত সিংহের উইকেট নাড়িয়ে দেন শার্দুল। এই নিয়ে মুম্বইয়ের ক্রিকেট ইতিহাসে রঞ্জি ট্রফিতে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রি করার নজির গড়লেন শার্দুল ঠাকুর। মেঘালয় মাত্র ৮৬ রানে অল আউট হয়ে গিয়েছে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে।
চলতি রঞ্জিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন শার্দুল। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বেশ কয়েকটি ম্য়াচে। এটিই শার্দুলের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক ছিল। যদিও গত সপ্তাহে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে এই মাঠেই হারতে হয়েছিল মুম্বইকে। সেই ম্য়াচে শার্দুলের ব্য়াট থেকে এসেছিল দুর্দান্ত শতরান। চলতি রঞ্জি মরশুমে এখনও পর্যন্ত ২০ উইকেট ও ২৯৭ রান করেছেন শার্দুল। দুটো অর্ধশতরান ও একটি শতরানের ইনিংসও আছে।
এদিকে, দিল্লির জার্সিতে আজ রঞ্জি খেলতে নামলেন বিরাট কোহলি। ২০১২ সালের পর ফের রঞ্জি ট্রফি খেলছেন কোহলি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নিজেকে ঝালিয়ে নিতে চান প্রাক্তন ভারত অধিনাক। কর্ণাটকের জার্সিতে হরিয়ানার বিরুদ্ধে খেলতে নেমে কে এল রাহুল রঞ্জি ম্য়াচে ৩৭ বলে ২৬ রান করে আউট হয়েছেন প্রথম ইনিংসে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
