Ranji Trophy: রঞ্জিতে নামার আগে মুম্বইয়ে বিশেষ নেট সেশনে কার শরণাপন্ন হলেন বিরাট?
Virat Kohli And Sanjay Bangar: টি টোয়েন্টি ফর্ম্যাটে আর খেলেন না বিরাট। বাকি দুটো ফর্ম্যাটেও ফর্ম নেই। কঠিন পরিস্থিতিতে এবার নিজেকে দলে ধরে রাখতে দিল্লির জার্সিতে ফের রঞ্জি ট্রফি খেলতে নামছেন বিরাট।

নয়াদিল্লি: ২০১৪-২০১৯। ভারতীয় দলের সঙ্গে কোচিং স্টাফ হিসেবে যুক্ত ছিলেন তিনি। সেই সময় খুব কাছ থেকে দেখেছেন বিরাট কোহলিকে। দলের ব্যাটিং কোচ ছিলেন সঞ্জয় বাঙ্গার। তাঁর সময় কেরিয়ারের মধ্যগগণে ছিলেন কোহলি। তবে এখন সময় বদলেছে। টি টোয়েন্টি ফর্ম্যাটে আর খেলেন না বিরাট। বাকি দুটো ফর্ম্যাটেও ফর্ম নেই। কঠিন পরিস্থিতিতে এবার নিজেকে দলে ধরে রাখতে দিল্লির জার্সিতে ফের রঞ্জি ট্রফি খেলতে নামছেন বিরাট। আর তার আগেই স্পেশাল নেট সেশনে মুম্বইয়ে বাঙ্গারের সঙ্গে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ককে।
বোর্ডের নির্দেশ মেনে দলের সব সিনিয়র ক্রিকেটারদেরই রঞ্জি খেলার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই মত বিরাটকেও তাঁর ফর্মে ফেরার পথ হিসেবে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছে। লিগে দিল্লির শেষ ম্যাচ আগামী ৩০ জানুয়ারি থেকে রেলওয়েজের বিরুদ্ধে। সেই ম্যাচেই বিরাট খেলতে নামবেন। তাঁর আগেই সঞ্জয় বাঙ্গারের শরণাপন্ন হলেন কোহলি। ২০১৪-২০১৯ যেই সময়টায় সঞ্জয় ভারতের ব্যাটিং কোচ ছিলেন, তখন কেরিয়ারে ৮০টি সেঞ্চুরি করেছিলেন বিরাট। কিন্তু গত ৫ বছরে ঝুলিতে মাত্র দুটো টেস্ট শতরান। বোর্ডের সূত্র জানিয়েছেন, "যখন বিরাটের থেকে ২০১৯ বিশ্বকাপের পর সঞ্জয়ের সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, তখন বিরাট সঞ্জয় বাঙ্গারের সম্পর্কে ইতিবাচক মনোোভাব প্রকাশ করেছিলেন।"
Virat Kohli working with Sanjay Banger in Mumbai. 🙇♂️ pic.twitter.com/T4zEhC2D2f
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 25, 2025
বিরাট ছাড়াও রঞ্জি ট্রফিতে খেলছেন রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা, শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থরা। তাঁদের মধ্যে একমাত্র জাডেজা রঞ্জি ম্য়াচে ১২ উইকেট নিয়েছেন। ৩৮ রান করেছেন। পাঞ্জাবের ম্য়াচে শুভমন গিল ১০২ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন। এছাড়া বাকিরা কেউই উল্লেখযোগ্য পারফর্ম করতে পারেননি।
এদিকে, যাঁরা আলোচনা করছেন বিরাটের আর কতদিন খেলা চালিয়ে যাওয়া উচিত তা নিয়ে, তাঁদের একহাত নিয়েছেন সৌরভ। সাফ জানিয়ে দিয়েছেন, কোহলির মধ্যে এখনও ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের কোহলিকে চেনা ছন্দে দেখা যাবে, আশাবাদী মহারাজ । সৌরভের কথায়, 'আমি মনে করি বিরাট কোহলির মধ্যে এখনও অনেক ক্রিকেট বেঁচে রয়েছে। ইংল্যান্ড সিরিজ ওর কাছে বিরাট চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওর পারফরম্যান্স নিয়ে আমি আশাবাদী। ঠিক যেমন বললাম, সাদা বলের ক্রিকেটে ওর মতো তারকা বিশ্ব দীর্ঘদিন দেখেনি। চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের মতো পরিবেশেই খেলা হবে আর সেখানে ও রান করবে।'




















