Ranji Trophy 2024: লক্ষ্মীমন্ত্রে উদ্বুদ্ধ ঋদ্ধিরা, উত্তরপ্রদেশের বিরুদ্ধে শুক্রবার রঞ্জি অভিযান শুরু বাংলার
Bengal vs Uttar Pradesh: মনোজ তিওয়ারি নেই। এবারের রঞ্জি মরশুমে বাংলার অধিনায়কের দায়িত্বে দেখা যাবে আরেক অভিজ্ঞ ব্যাটার অনুষ্টুপ মজুমদারকে।
লখনউ: আগামীকাল ১১ অক্টোবর শুক্রবার থেকে এবারের রঞ্জিতে অভিযান শুরু করছে বাংলা শিবির। লখনউয়ের একানা স্পোর্টস কমপ্লেক্সে প্রথম ম্য়াচে তাঁদের সামনে উত্তরপ্রদেশ। লক্ষ্মীরতন শুক্লর কোচিংয়ে এই বাংলা শিবিরে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল রয়েছে। তবে সি-গ্রুপে বাংলার সঙ্গে রয়েছে শক্তিশালী উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা ও কর্ণাটক, কেরল, মধ্য প্রদেশ ও পাঞ্জাব।
মনোজ তিওয়ারি নেই। এবারের রঞ্জি মরশুমে বাংলার অধিনায়কের দায়িত্বে দেখা যাবে আরেক অভিজ্ঞ ব্যাটার অনুষ্টুপ মজুমদারকে। শেষ কয়েকটি মরশুমে অনুষ্টুপই ছিলেন দলের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক। এছাড়াও বাংলার ব্যাটিং অর্ডারে অভিমন্যু ঈশ্বরণের উপস্থিতি দলের ব্যাটিং অর্ডারের শক্তি বাড়াবে। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন অভিমন্যু। অবশিষ্ট একাদশের হয়ে ইরানি কাপে কিছুদিন আগে ১৯১ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার। বেশ কয়েক মরশুম পর ফের বাংলার জার্সিতে খেলতে দেখা যাবে ঋদ্ধিমান সাহা ও সুদীপ চট্টোপাধ্যায়কে। তরুণ ২ ব্যাটার সুদীপ ঘরামি ও অভিষেক পোড়েলও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছেন গত কয়েকটি মরশুমে। অভিষেক তাে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের উইকেট কিপার ব্যাটার হিসেবে নিজের জাত চিনিয়েছেন। অলরাউন্ডার হিসেবে খেলবেন শাহবাজ আহমেদ ও ঋত্বিক চট্টোপাধ্যায়। উত্তরপ্রদেশের বিরুদ্ধে বাংলার বোলিং অ্যাটাকের নেতৃত্ব দিতে দেখা যাবে মুকেশ কুমারকে। এছাড়াও সুরজ সিন্ধু জয়সওয়াল ও মহম্মদ কেইফ তো রয়েইছেন।
বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্ল এবিপি লাইভকে জানিয়েছিলেন, ''নতুন মরশুম। সকলের প্রস্তুতি, সকলের পরিশ্রম, বাংলার ক্রিকেটের ভাল ফলের জন্য সকলের যে সংকল্প থাকে, সেটা এবার মাঠে প্রয়োগ করার সময় এসেছে। রঞ্জি ট্রফি শুরু হতে চলেছে। সকলেই খুব রোমাঞ্চিত। গত কয়েক মাস ধরে যতটা সম্ভব প্রস্তুতি সেরে নিয়েছি। বৃষ্টি বাধা ছিল। তবে আউটডোর, ইন্ডোর মিলিয়ে আমাদের প্র্যাক্টিস ভাল হয়েছে। প্রত্যেকটা ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আজ ভাল প্র্যাক্টিস হয়েছে। ম্যাচের আগেও সবরকম ঘষামাজা করে রঞ্জি অভিযান শুরু করে দেব।'' তিনি আরও বলেন, ''আমাদের প্রস্তুতি দারুণ হয়েছে। আমরা একটা দল হিসেবে খেলতে নামব। আমরা ভাল ফলের বিষয় আত্মবিশ্বাসী। উইকেট বেশ স্পোর্টিং রয়েছে। আমাদের জন্য দারুণ একটা ম্য়াচ হতে চলেছে বলেই আমি মনে করি।
আরও পড়ুন: ঋদ্ধি-সুদীপের ঘরে ফেরা, ক্যাপ্টেন রুকু আর নতুন প্রতিভাদের নিয়ে স্বপ্নসন্ধানী গুরু লক্ষ্মী